২৬’র আগে রণকৌশল চূড়ান্ত, বীরভূম-পুরুলিয়ায় BJP-কে হারাতে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা অভিষেকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৩: ২৬’র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনের ভিত আরও মজবুত করতে সক্রিয় ভূমিকা নিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগস্টের শুরু থেকেই শুরু হয়েছে জেলাভিত্তিক সাংগঠনিক পর্যালোচনা বৈঠক। সোমবার সেই ধারাবাহিকতায় বৈঠক অনুষ্ঠিত হল বীরভূম ও পুরুলিয়ায়, যেখানে উঠে এল গোষ্ঠীকোন্দল দূর করে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা। সেই সঙ্গে চূড়ান্ত হল বীরভূম ও পুরুলিয়ার বৈঠক তৃণমূলের নির্বাচনী রণকৌশল।
বীরভূমের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, বিকাশ রায়চৌধুরী ও কাজল শেখ। একসঙ্গে বসে আলোচনাকে ‘উদাহরণযোগ্য ছবি’ বলে অভিহিত করে অভিষেক বলেন, “জেলার এক আসনেও হার নয়, সব আসন জিততে হবে।”
তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, জেলার কয়েকটি ব্লকে সভাপতির পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অভিষেক জানিয়েছেন, জমা পড়া একাধিক নামের মধ্যে রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা বিচার করেই দায়িত্ব দেওয়া হবে।
বৈঠক শেষে কাজল শেখ বলেন, “দল যাকে পাঠাবে, তাকেই আমরা বিধানসভায় জিতিয়ে পাঠাব।” অনুব্রত মণ্ডলও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় যেভাবে উন্নয়ন করেছেন, তাতে বিজেপি যতই কুৎসা করুক, ভোটে কিছু হবে না।”
পুরুলিয়ার বৈঠকেও অভিষেক স্পষ্ট বার্তা দেন, গোষ্ঠীকোন্দল রুখে বুথস্তরের সংগঠনকে শক্তিশালী করতে হবে। স্থানীয় কর্মসূচি ও সরকারি প্রকল্পের বাস্তবায়নে নজর দেওয়ার নির্দেশও দেন তিনি।
পুরুলিয়ায় বিজেপির সাংসদ থাকলেও ভোটের ব্যবধান খুব বেশি নয় – সেই বাস্তবতা মনে করিয়ে দিয়ে অভিষেক বলেন, “একসঙ্গে লড়লে পুরুলিয়ায় বিজেপিকে হারানো সম্ভব।” এখন দেখার, জেলা নেতারা দলীয় দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কতটা সফল হন।