এখন থেকে রাস্তা তৈরির আগে দেখে নিতে হবে কত মানুষ উপকৃত হচ্ছেন, সেই নিরিখেই অগ্রাধিকার

জেলাগুলিকে পঞ্চায়েত দপ্তর জানিয়েছে, রাস্তা তৈরি বা সংস্কারের প্রয়োজনীয়তা গুরুত্ব দিয়ে দেখতে হবে।

April 14, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কত মানুষ উপকৃত হতে পারে, তার ভিত্তিতে এবার রাস্তা তৈরি হবে বিভিন্ন এলাকায়। গুরুত্ব বুঝে চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে। সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে রাস্তা তৈরি বা সংস্কারের দাবি প্রতিনিয়ত জমা পড়তেই থাকে। তাই সংশ্লিষ্ট রাস্তার জন্য কত মানুষ উপকৃত হতে পারে, তার ভিত্তিতে অগ্রাধিকার দিতে হবে জেলা প্রশাসনকে।

জেলাগুলিকে পঞ্চায়েত দপ্তর জানিয়েছে, রাস্তা তৈরি বা সংস্কারের প্রয়োজনীয়তা গুরুত্ব দিয়ে দেখতে হবে। নতুন রাস্তার ক্ষেত্রে যদি দু’কিলোমিটার বা কম হয়, তাহলে ওই এলাকার কত মানুষের উপকার হবে তা দেখতে হবে। যদি দু’কিলোমিটারের বেশি হয়, সেক্ষেত্রে সেখান দিয়ে স্কুল, হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থানে যাওয়ার সুবিধা হয় কি না তার সমীক্ষা করবেন আধিকারিকরা। অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) এর নেতৃত্বে সমীক্ষা হবে। জেলাওয়াড়ি এই প্রক্রিয়া শেষ করে পঞ্চায়েত দপ্তরের পাঠানো ফরম্যাটে রাস্তার তালিকা জমা দিতে হবে। কতগুলি রাস্তা তৈরির ছাড়পত্র দেওয়া হবে, তা ঠিক করবেন পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen