পূর্বাঞ্চলের ৪৪ শতাংশ জিডিপি বাংলার দখলে, বললেন অমিত মিত্র

শুক্রবার বেঙ্গল চম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা অর্থদপ্তরের প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র। সেখানে তিনি বলেন, বিশ্বের মোট ডিজিপির ৪৮ শতাংশ দখলে রাখে এশিয়া।

December 21, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার বেঙ্গল চম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা অর্থদপ্তরের প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র। সেখানে তিনি বলেন, বিশ্বের মোট ডিজিপির ৪৮ শতাংশ দখলে রাখে এশিয়া। সেখানে আবার জিডিপির নিরিখে পঞ্চম স্থানে আছে ভারত। এদেশের মোট জিডিপির ১২.৬ শতাংশ দখলে রাখে পূর্বাঞ্চলের রাজ্যগুলি। তার মধ্যে সিংহভাগই যে পশ্চিমবঙ্গ থেকে আসে, তা মনে করিয়ে দিয়েছেন অমিতবাবু। তিনি বলেন, পূর্বাঞ্চলের ৪৪ শতাংশ জিডিপি বাংলার দখলে।

অমিতবাবুর হিসেব, মেধার চর্চায়, অর্থাৎ শিক্ষাখাতে যদি এক মার্কিন ডলার খরচ করা হয়, তাহলে তা ১১.৩ শতাংশ জিডিপি বৃদ্ধিতে সাহায্য করে। যেহেতু বাংলায় পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির তুলনায় মেধার চর্চা অনেক বেশি, তাই তা বাংলাকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে ৫২টি নতুন সরকারি কলেজ স্থাপিত হয়েছে। বেসরকারি কলেজ বেড়েছে ৫৪৩টি। এসেছে নতুন ৩৮টি পলিটেকনিক কলেজ। ১১টি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে গত ১৩ বছরে। এর সঙ্গে এসেছে ৯০৫টি প্রাথমিক, ৬ হাজার ৬৯টি উচ্চ প্রাথমিক, ৭৪৭টি মাধ্যমিক ও ২ হাজার ৯৬টি উচ্চ মাধ্যমিক স্কুল। এসবই মেধার বহর বাড়াতে সাহায্য করেছে রাজ্যে, দাবি তাঁর।

অমিতবাবুর দাবি, মেধার চর্চা থেকে শুরু করে সামাজিক প্রকল্প বা শিল্পক্ষেত্রে রাজ্য সরকার যে নীতিগুলি গ্রহণ করেছে, সেগুলি রাজ্যকে ক্রমশ এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলায় পড়াশোনোর বহর বাড়ছে। সেই কারণেই মেধার বিস্তৃতি সম্ভব হচ্ছে। সেই মূলধনকে কাজে লাগাতেই তথ্য-প্রযুক্তি সংস্থাগুলি এরাজ্যে বিনিয়োগ বাড়াচ্ছে। উল্লেখ্য সম্প্রতি সম্প্রতি শহরে তথ্য-প্রযুক্তি সংস্থা ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen