বাংলা কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, সংহতি দিবসে একতার বার্তা মমতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৫: ৬ ডিসেম্বর সংহতি দিবস পালন করে তৃণমূল। আর এদিন ‘সংহতি দিবস’-এ রাজ্যবাসীকে শান্তি ও সম্প্রীতি রক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংহতি দিবসে X হ্যান্ডেলে আরও একবার গর্জে উঠলেন মমতা। একতার বার্তাও দিলেন তিনি।
নিজের X হ্যান্ডেলে তিনি লিখেছেন, “বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ-বিবেকানন্দের মাটি— এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামীদিনেও করবে না। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ — বাংলায় সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি। আনন্দ আমরা ভাগ করে নিই। কারণ আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।”
একতাই শক্তি
শুরুতেই আমি সকলকে ‘সংহতি দিবস’/ ‘সম্প্রীতি দিবস’ উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ-বিবেকানন্দের মাটি— এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামীদিনেও করবে না।
হিন্দু,…
— Mamata Banerjee (@MamataOfficial) December 6, 2025
বৃহস্পতিবার বহরমপুরে সভা করে মুর্শিদাবাদের মানুষকে আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। হুমায়ুনের নাম না করে তাঁর মন্তব্য—দাঙ্গার রাজনীতি বরদাস্ত করা হবে না, শান্তিশৃঙ্খলা নষ্টের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস হয়েছিল বাবরি মসজিদ। ধ্বংসের পরের বছর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছর ৬ ডিসেম্বর সংহতি দিবস পালন করে আসছে তৃণমূল। এবার কর্মসূচি আয়োজনের দায়িত্বে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। শনিবার দুপুরে সেই সভাতেই মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরু ও প্রতিনিধিরাও থাকবেন। সাংগঠনিক ও প্রশাসনের তরফে তার সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়ে গিয়েছে।