শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে বড়দিনে উপচে পড়ল ভিড়

পার্কের বাসে চেপে রয়্যাল বেঙ্গল টাইগার, ডান্সিং হরিণ, ময়ূর দেখে আপ্লুত সাত থেকে সত্তর।

December 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে বড়দিনে কার্যত তিল ধারনের জায়গা ছিল না। কেউ এলেন সপরিবারে, কেউ মনের মানুষকে সঙ্গে নিয়ে। শিলিগুড়ি তো বটেই, প্রতিবেশি জেলা সহ ভিনরাজ্যের বহু পর্যটকও এদিন ঘুরে যান বেঙ্গল সাফারি। পার্কের বাসে চেপে রয়্যাল বেঙ্গল টাইগার, ডান্সিং হরিণ, ময়ূর দেখে আপ্লুত সাত থেকে সত্তর।

তবে এবার বেশি ভিড় টেনেছে পাইথনের কেজে। দিন শেষে বেঙ্গল সাফারির ডিরেক্টর বিজয় কুমার বলেন, গতবার বড়দিনে তিন হাজার দর্শক এসেছিলেন। এদিন ৩৭০০ দর্শক এসেছিলেন। এই ভিড় সামাল দেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছিলাম। সাফারিতে সকলের উৎসাহ ছিল। তবে বেশি উৎসাহ ও ভিড় দেখা গিয়েছে পাইথনের কেজে। এবারই বেঙ্গল সাফারিতে প্রথম পাইথন রয়েছে। এখানে তিনটি প্রজাতির পাইথন রয়েছে।

বুধবার সকাল থেকেই টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন পড়ে যায়। বাবা-মায়ের কোলে চেপে সাফারির জন্য অপেক্ষা করতে দেখা গিয়েছে অগণিত শিশুকে। রয়্যাল বেঙ্গল টাইগার-ভালুক দেখবেন বলে কম্বো সাফারি-গ্র্যান্ড সাফারির জন্য পর্যটকদের মধ্যে ছিল বিপুল উত্সাহ। একদিকে যখন সাফারির জন্য দীর্ঘ লাইন, পার্কের অন্য পাশে তখন অ্যাডভেঞ্চার স্পোর্টসে মেতে উঠল কচিকাঁচারা। তরুণ-তরণীদের মধ্যে ছিল টয়ট্রেনের পাশে দাঁড়িয়ে সেলফি তোলার হিড়িক।

বড়দিন মানেই পিকনিক। সাফারি পার্কে দল বেঁধে অনেকেই এদিন পিকনিক সেরেছেন। অনেকে বাড়ি থেকে রান্না করে এনেছিলেন। পার্কের রেস্তোরাঁতেও ভিড় ছিল চোখে পড়ার মতো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen