জীবন বিমা কেনার নিরিখে দেশের শীর্ষে বাংলা, দাবি সমীক্ষায়
জীবন বিমা প্রকল্প কেনার ক্ষেত্রে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় এগিয়ে বাংলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৫: জীবন বিমা প্রকল্প কেনার ক্ষেত্রে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় এগিয়ে বাংলা। সম্প্রতি লাইফ ইনস্যুরেন্স কাউন্সিলের করা এক সমীক্ষায় এমনই চিত্র উঠে এসেছে।
রিপোর্ট বলছে, সারা দেশে যেখানে গড়ে প্রতি ১০০ জনে ৩৮ জন জীবন বিমা প্রকল্পে বিনিয়োগ করেন, সেখানে বাংলায় সংখ্যাটা ৪০। শুধু তাই নয়, বিমা কিনে দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়ার ক্ষেত্রেও এগিয়ে রাজ্য। সমীক্ষা অনুসারে, বাংলার বিমা গ্রাহকদের মধ্যে অন্তত ৫২ শতাংশ তাঁদের নেওয়া পলিসি টানা ছ’বছর ধরে চালাচ্ছেন।
গ্রাহকদের দৃষ্টিভঙ্গিও চোখে পড়ার মতো। সমীক্ষায় অংশগ্রহণকারীদের অর্ধেকেরও বেশি (৫১ শতাংশ) মনে করেন, জীবন বিমা শুধু মৃত্যুকালীন ক্ষতিপূরণের নিশ্চয়তা নয়, বরং সঞ্চয়ের এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। আগামিদিনে এমন বিমা প্রকল্প কিনতে চান বলেও জানিয়েছেন অনেকে, যেখানে সুরক্ষার পাশাপাশি সঞ্চয়ের সুযোগ থাকবে।
তথ্য বলছে, বাংলার ২৫ শতাংশ মানুষ আগামি তিন মাসের মধ্যেই নতুন একটি জীবন বিমা পলিসি কিনতে চান। আবার ৬৬ শতাংশ জানিয়েছেন, ভবিষ্যতে তাঁরা এমন বিমা নিতে চান যা পরিবারকে আর্থিক সুরক্ষা দেওয়ার পাশাপাশি সঞ্চয় হিসেবেও কাজে লাগবে।
পরিবারের প্রতি দায়বদ্ধতাই বিমা কেনার মূল কারণ বলে মনে করছেন অধিকাংশ গ্রাহক। সমীক্ষায় অংশ নেওয়া ৬০ শতাংশ মানুষ জানিয়েছেন, পরিবারের আর্থিক সুরক্ষাই তাঁদের প্রথম লক্ষ্য। যাঁরা বিমা কিনতে আগ্রহী, তাঁদের ৬৮ শতাংশও একই কারণকে প্রাধান্য দিয়েছেন।
লাইফ ইনস্যুরেন্স কাউন্সিল জানিয়েছে, সাধারণ মানুষের মধ্যে বিমা নিয়ে সচেতনতা আরও বাড়াতে আগামি তিন বছরে একটি বিশেষ প্রচার অভিযান চালানো হবে। ওই প্রচারে খরচ হতে পারে প্রায় ১৫০ কোটি টাকা।