বাংলা ভারতকে নেতৃত্ব দেবে, বণিক-শিল্পপতি মহলকে চিঠি মমতার

লোকসভা ভোটে বিপুল জয়ের পর আরও একবার সেই বার্তা দিলেন মমতা।

June 10, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাংলাই ভারতের সেরা বিনিয়োগের ঠিকানা, শিল্পমহলকে বারবার এমনই বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংহতির বার্তাও দিয়েছেন তিনি। লোকসভা ভোটে বিপুল জয়ের পর আরও একবার সেই বার্তা দিলেন মমতা। বণিক মহলকে চিঠি লিখে তিনি দাবি করলেন, নির্বাচনে জয় কেবল অগ্রগতি ও উন্নয়নের জন্য নয়, অশুভ শক্তির বিরুদ্ধেও জয়।

লোকসভা ভোটে বাংলায় ২৯টি আসন পেয়েছে তৃণমূল। বণিক মহলকে শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, বাংলার বিপুল জনাদেশ আসলে বাংলার জয়। বিভাজনের চেষ্টা সত্ত্বেও একতা, সংহতি ও ভ্রাতৃত্ববোধের প্রতি অটুট দায়বদ্ধতা জয় এনে দিয়েছে। যে বিভেদকামী শক্তি বাংলার অগ্রগতিকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, তাদের সেই চেষ্টা ব্যর্থ করেছে জনগণ। ফলে ভোটের এই রায় শুধু যে উন্নয়ন ও অগ্রগতির জন্য, তা নয়, এই জনমত অশুভ শক্তির বিপক্ষে শুভ শক্তির জয়। শিল্প মহলকে মমতার বার্তা, ‘বাংলার সরকারকে সমর্থন করার জন্য তাঁদের প্রতি মমতা কৃতজ্ঞ। একসঙ্গে কাজ করতে চাই এবং বাংলাকে নিয়ে যেতে চাই আরও উঁচুতে। তিনি আরও লেখেন, বিশ্বাস করি, আগামী দিনে বাংলাই ভারতকে নেতৃত্ব দেবে।

মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডেপুটি ডিরেক্টর জেনারেল শুভাশিস রায়ের কথায়, বাংলায় রাজ্য সরকার বিরোধী হাওয়া যে কাজ করেনি, তার প্রমাণ তৃণমূলের জয়। মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নমিত বাজোরিয়া মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা জানান। তাঁরা আশা করছেন রাজ্যের লগ্নি আরও বাড়বে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen