শেষ হল ‘রানী রাসমণির’ শুট! শেষদিন রানীমার বেশে দিতিপ্রিয়া

শেষ দিনে ধারাবাহিকে কেমিও করলেন তিনি। সাথে শ্যুট শেষে সেটে সকলের সাথে কেকও কাটলেন। চোখের কোণে কি একটু চিকচিক করল জল?

February 11, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

শেষ হতে চলেছে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’। বৃহস্পতিবার ছিল শেষ শ্যুট। আর সেদিন টিমের সাথে ফের দেখা মিলল দিতিপ্রিয়ার। রানিমার বেশে ক্যামেরায় ধরা দিলেন তিনি। মাস ছয়েক আগেই ধারাবাহিকে তাঁর চরিত্রটা শেষ হয়ে গিয়েছে। তবে ফের রানির ভূমিকায় ক্যামেরার সামনে আসায় ভাসলেন আবেগে।

‘রাসমণি’ হয়েই প্রথম অভিনয়ে পা রাখেন দিতিপ্রিয়া। সেই ছোট্ট রানি থেকে বড় রানি, এমনকী, রানির চলে যাওয়ার দৃশ্যতেও ছিলেন তিনিই। প্রায় সাড়ে তিন বছর তাঁকে রোজ দেখেছে দর্শক। তাই দিতিপ্রিয়ার বিদায়ে চোখে জল এসেছিল অনেকেরই। তবে ধারাবাহিক শেষ হওয়ায় একটু যেন বেশিই মন খারাপ অভিনেত্রীর। শেষ দিনে ধারাবাহিকে কেমিও করলেন তিনি। সাথে শ্যুট শেষে সেটে সকলের সাথে কেকও কাটলেন। চোখের কোণে কি একটু চিকচিক করল জল?

সম্প্রচারের শেষ তারিখ ১৩ই ফেব্রুয়ারি। ধারাবহিকের কম টিআরপি-র জেরেই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় চ্যানেল। আপাতত সেই সময়ে দেখানো হবে ‘অপরাজিতা অপু’। আর নতুন শুরু হতে চলা ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ থাকবে সাড়ে আটটার স্লটে।

প্রসঙ্গত, রানি মা-র খোলস ছেড়ে বেরিয়েই হইচই-এর ওয়েব সিরিজ ‘রুদ্রবীণার অভিশাপ’ দিয়ে মন কেড়েছেন সকলের। এই মিউজিক্যাল থ্রিলারে তাঁকে দেখা গিয়েছে সাজের ভূমিকায়। সঙ্গে হাতে রয়েছে বেশ কিছু ছবির কাজও। বেশ ব্যস্ত এখন দিতি। তবে, তাঁর মাঝেই ‘করুণাময়ী’ শেষ হওয়ায় মনটা খারাপ একটুব বেশিই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen