বাঙালি হেনস্থা: সংসদ চত্বরে রবি ঠাকুরের গান গেয়ে বিক্ষোভ প্রদর্শন তৃণমূল সাংসদদের
SIR-কে কেন্দ্র করে উত্তাল দেশ। বার বার বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৬: SIR-কে কেন্দ্র করে উত্তাল দেশ। বার বার বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে। বাংলা ভাষার অপমান এবং বাংলাভাষীদের উপর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বাংলার শাসক দলের সাংসদেরা সংসদের ভিতরে ও বাইরে প্রতিবাদ জানাচ্ছেন। আজ মঙ্গলবারেও তাঁরা সংসদ চত্বরে বিক্ষোভ দেখান।
তৃণমূলের বক্তব্য, “যে বাংলা ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত রচিত, সেই ভাষার অপমান দেশদ্রোহের সমান। সারা দেশ জুড়ে বাংলাভাষাভাষীদের ওপর চলছে অকথ্য অত্যাচার। বাংলার এই অপমান, অসম্মান কোনওমতেই মানব না আমরা। আমরা এই অপমান বরদাস্ত করব না। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে গর্জে উঠেছেন আমাদের সাংসদরা। জয় বাংলা!”
রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে সংসদ চত্বরে অভিনব প্রতিবাদ দেখান বাংলার তৃণমূল সাংসদরা। তাঁরা গাইলেন, “বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান।”
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে ডেরেক ও’ব্রায়েন, সাগরিক ঘোষ, সামিরুল ইসলাম, দোলা সেন, মমতা ঠাকুর, সাকতে গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অমিত মাল, মিতালি বাগ, শতাব্দী রায়, বাপি হালদার, মহুয়া মৈত্র, জগদীশচন্দ্র বাসুনিয়া প্রমুখ সাংসদেরা উপস্থিত হন। তাঁরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান।