ছিটকে গেল জগদ্ধাত্রী, বেঙ্গল টপার কে? দেখে নিন TRP-র তালিকা

গত কয়েক সপ্তাহের টিআরপি-র নিরিখে সেরা পাঁচে ঠাঁই হয়নি ‘অনুরাগের ছোঁয়া’র। অন্যদিকে ‘তোমাদের রানী’ আর ‘গীতা এলএলবি’ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে

December 16, 2023 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের তারকাদের সাপ্তাহিক TRP-র রেজাল্টের দিন! এখন জি বাংলা বা স্টার জলসার মতো সিরিয়ালের ভাগ্য নির্ভর করে TRP-র তালিকার ওপর। গত কয়েক সপ্তাহের টিআরপি-র নিরিখে সেরা পাঁচে ঠাঁই হয়নি ‘অনুরাগের ছোঁয়া’র। অন্যদিকে ‘তোমাদের রানী’ আর ‘গীতা এলএলবি’ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

একনজরে দেখে নিন বছরের শেষ লগ্নে TRP তালিকায় বাংলায় টপার হলো কে?

চলতি সপ্তাহে ‘বেঙ্গল টপার’ খেতাব গিয়েছে জি বাংলার ‘ফুলকি’-র ঝুলিতে। ‘জগদ্ধাত্রী’-কে এক নম্বর স্থান থেকে ল্যাং মেরে সেরা আসনটি দখল করেছে ‘ফুলকি’। শাশুড়িকে নির্দোষ প্রমাণ থেকে শুরু করে প্রশ্নপত্র ফাঁসির মিথ্যা মামলা, সিরিয়ালের গল্প এখন যেভাবে এগোচ্ছে তাতে এই ধারাবাহিকের টিআরপি লেভেল যে হায়েস্ট লেভেলে হবে তা আগে থেকেই বুঝতে পেরেছিল দর্শকরা। দ্বিতীয় স্থান অর্জন করেছে পর্ণা এবং সৃজনের ‘নিম ফুলের মধু’। সৃজন এবং পর্ণার নতুনভাবে বিয়ে হবে কিন্তু আলাদা আলাদা মানুষের সঙ্গে এই নিয়ে বেশ টানটান পর্ব চলছে এই বাংলা ধারাবাহিকে।

চলতি সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে ‘ গীতা LL.B’, ‘কার কাছে কই মনের কথা’-কে পিছনে ঠেলে স্টার জলসার এই ধারাবাহিক এককদম এগিয়ে গিয়েছে। অপরদিকে সেরা পাঁচে সূর্য দীপা কোনওরকমে নিজের অস্তিস্ব টিকিয়ে রেখেছে। চলতি সপ্তাহে ‘রাঙা বউ’ শেষ লড়াই করল TRP তালিকায়। আগামী সপ্তাহ থেকে আসতে চলেছে ‘কোন গোপনে মন ভেসেছে’।

এবার দেখে নিন সেরা ১০ ধারাবাহিকের তালিকা

  • প্রথম স্থানে: এই সপ্তাহে ‘ফুলকি’ ৮.৫ নম্বর পেয়ে রয়েছে।
  • দ্বিতীয় স্থানে: রয়েছে ‘নিম ফুলের মধু’ এবং জ’গদ্ধাত্রী’, এই দুটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.১।
  • তৃতীয় স্থানে: ‘গীতা এলএলবি’ ৭.৩ নম্বর পেয়ে এগিয়ে রয়েছে ।
  • চতুর্থ স্থানে: কোনও রকমে রয়ে গিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ৭.২ নম্বর পেয়ে।
  • পঞ্চম স্থানে: ‘তোমাদের রাণী’, প্রাপ্ত নম্বর ৭.০।
  • ষষ্ঠ স্থানে: ‘কার কাছে কই মনের কথা’ এবং ‘জল থৈ থৈ ভালোবাসা’ এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৭ নম্বর।
  • সপ্তম স্থানে:‘লাভ বিয়ে আজকাল’ প্রাপ্ত নম্বর ৬.৫ নম্বর।
  • অষ্টম স্থান: ‘তুঁতে’, প্রাপ্ত নম্বর ৬.৪.।
  • নবম স্থানে: ‘সন্ধ্যা তারা’, প্রাপ্ত নম্বর ৬.২।
  • দশম স্থানে: ‘রাঙ্গা বউ’, প্রাপ্ত নম্বর ৫.৭।
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen