বাংলাদেশি সন্দেহে রাজ্যকে চিঠি হরিয়ানা সরকারের, ক্ষুব্ধ মমতা

ডবল ইঞ্জিন সরকারকে বলব নিজেদের চরকায় তেল দিন। যদি মনে করেন আপনারা এভাবে দেশ চালাবেন, তাহলে দেশ ভাগ হয়ে যাবে।

July 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১৬: এরপর অসম সরকারের বাংলায় হস্তক্ষেপের বিষয় নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আলিপুরদুয়ারের তপসিলি জাতির ফালাকাটার বাসিন্দার কাছে অসম সরকারের তরফ থেকে চিঠি গিয়েছে। বাংলার ব্যাপারে অসম কি করে হস্তক্ষেপ করতে পারে? ডবল ইঞ্জিন সরকারকে বলব নিজেদের চরকায় তেল দিন। যদি মনে করেন আপনারা এভাবে দেশ চালাবেন, তাহলে দেশ ভাগ হয়ে যাবে।’’

মুখ্যমন্ত্রী এদিন বলেন, বাংলাদেশি ভেবে আজ (মঙ্গলবার) আরেকটি চিঠি এসেছে হরিয়ানার গুরগাঁও থেকে। ক্ষোভ উগরে দিয়ে মমতা পরিযায়ী শ্রমিকদের আশ্বস্ত করতে বললেন, “কেউ ভয় পাবেন না। আমরা আমাদের কাজ করব। এভাবে বাংলা দখল করতে পারবে না।”

গত কয়েকদিন ধরেই ভিনরাজ্যে হেনস্তার শিকার হচ্ছেন বাঙালিরা। বাংলাদেশি সন্দেহে তাঁদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকেও উঠল সেই প্রসঙ্গ। এদিন মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি বাংলাদেশি সন্দেহ ৫২ জন শ্রমিককে নিয়ে রাজ্যকে চিঠি পাঠিয়েছে হরিয়ানা সরকার। সেখানে শ্রমিককে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। জানা গিয়েছে, এই শ্রমিকেরা মালদহ, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, নদিয়া, মুর্শিদবাদা, কোচবিহার ও উত্তর ২৪ পরগনার বাসিন্দা।

এই ইস্যুতে সুর চড়িয়ে মমতা বললেন, “ভাষা সন্ত্রাস চলছে। এবার প্রতি জেলা বেছে বেছে তল্লাশি চালানো হচ্ছে। যাতে বাংলাকে সংকটে ফেলা যায়।” এরপরই আশ্বাস দিয়ে বললেন, “কেউ ভয় পাবেন না। আমরা আমাদের কাজ করব। এভাবে বাংলা দখল হবে না।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen