পেটের দায়ে ভিনরাজ্যে, শুনানিতে হাজির হওয়ার চিন্তায় মুম্বইয়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:২৫: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে কেন্দ্র করে আবারও বাঙালির প্রাণ গেল। মুম্বইয়ে কর্মরত পরিযায়ী শ্রমিককে SIR-র শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। বাড়িতে তাঁর নামে নোটিশ এসেছে, ফোনে খবর পান তিনি। কাজ ছেড়ে বাড়ি ফিরবেন কী করে, উদ্বেগে মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ওই শ্রমিকের।
জানা গিয়েছে, মৃতের নাম সাবির হোসেন বেপারী। তাঁর বয়স ৩৫ বছর। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের বাসিন্দা সাবির মুম্বইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়িতে শুনানির নোটিশ আসায় ফোনে তাঁকে জানানো হয়। শুনানি কেন্দ্রে কীভাবে হাজির হবেন, তা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন সাবির। মুম্বইতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, সাবিরের পিতা জালাল উদ্দিন বেপারীর নাম ২০০২-র ভোটার তালিকায় আছে। প্রয়োজনীয় সমস্ত নথি দেওয়া সত্ত্বেও সাবির হোসেনকে শুনানির নোটিশ দেওয়ায় হয়েছে।
মথুরাপুর -১ নম্বর ব্লকের আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামের বাসিন্দা সাবির হোসেন বেপারী মুম্বইয়ে জরির কাজ করতেন। পরিবারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনশীল সদস্য। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। মৃতের বাবার অভিযোগ, কীভাবে বাড়ি ফিরবে তা নিয়েই উদ্বিগ্ন হয়ে পড়েছিল সাবির। শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে মুম্বইতেই হৃদরোগে মৃত্যু হল। তিনি বলেন, তাঁর ছেলের মৃত্যুর দায় কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকেই নিতে হবে। কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের উপরে এই ঘটনায় ক্ষিপ্ত স্থানীয়েরা।