মুম্বইয়ে রহস্যমৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের, ‘বাংলায় কথা বলায় খুন’ অভিযোগ পরিবারের

November 4, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৪: আবারও পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। মুম্বইয়ের রেললাইনের ধারে উদ্ধার হল বসিরহাটের সন্দেশখালির যুবক মোস্তাফা মিস্ত্রির নিথর দেহ। বছর আঠারোর এই যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে দাবি পরিবারের। তাঁদের অভিযোগ, মোস্তাফাকে নির্মমভাবে পিটিয়ে খুন করা হয়েছে। আরও চাঞ্চল্যকর অভিযোগ শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধেই প্রাণ দিতে হয়েছে তাঁকে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ছয় মাস আগে কাজের সন্ধানে মুম্বই গিয়েছিলেন মোস্তাফা। নিয়মিত যোগাযোগ থাকলেও গত দশদিন ধরে তাঁর সঙ্গে পরিবারের কোনও যোগাযোগ ছিল না। উদ্বিগ্ন পরিবার হঠাৎই জানতে পারে, মুম্বইয়ের রেললাইন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে মোস্তাফার ক্ষতবিক্ষত দেহ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার কফিনবন্দি দেহ ফিরিয়ে আনা হয় সন্দেশখালির দুর্গামণ্ডপ গ্রামে। ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মা-বাবা, ভেঙে পড়ে গোটা পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও স্থানীয় প্রশাসন।

সন্দেশখালি ২ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক জানান, “এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। প্রশাসনের উচিত ঘটনার পূর্ণ তদন্ত করে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা। আমরা ওই পরিবারের পাশে আছি।”

এই মৃত্যুকে কেন্দ্র করে গ্রামে নেমেছে শোকের ছায়া ও ক্ষোভের ঢেউ। স্থানীয়দের দাবি, বাইরে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে, নইলে এমন ঘটনা আরও ঘটবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen