ইতিহাস গড়ল গোলন্দাজ, লঞ্চ হল প্রথম বাংলা সিনেমাভিত্তিক মোবাইল গেম

এর আগে কোনও বাংলা সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে কোন গেম তৈরি হয়নি।

October 9, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ট্রেলার, গান, পোস্টারের পর এবার আসতে চলেছে গোলন্দাজ মোবাইল গেম। যা কিনা বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথম। এর আগে কোনও বাংলা সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে কোন গেম তৈরি হয়নি।

“সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল…” ২০২০ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ খবর চাউর হতেই দর্শকদের মনে উত্তেজনা শুরু হয় নতুন ছবি ‘গোলন্দাজ’-কে ঘিরে। এক্ষেত্রে উত্তেজনার জন্য কাজ করছে বেশ কয়েকটি ফ্যাক্টর। যার মধ্যে সর্ব প্রথম, ফুটবল! এই খেলার সঙ্গে বাঙালির যে নাড়ির টান রয়েছে, তা বোধ হয় সকলের জানা। সেই সঙ্গে রয়েছে প্রযোজনা সংস্থা এবং সুপারস্টার দেব সহ আরও বেশ কয়েকজন প্রথম সারির টলি অভিনেতার নাম।

পুজোতেই মুক্তি পেতে চলেছে দেব অভিনীত প্রথম বায়োপিক গোলন্দাজ। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ছবির পোস্টার, ট্রেলার এবং গান। এবার আসতে চলেছে গোলন্দাজ মোবাইল গেম। নেপথ্যে হাঙ্গামা গেমস এবং এসভিএফের যৌথ প্রয়াস। এটাই হতে চলেছে প্রথম কোন বাংলা সিনেমা থেকে অনুপ্রাণিত মোবাইল গেম। প্লে-স্টোরে কিছুদিনের মধ্যেই মিলবে এই গেম। মুক্তির আগেই যেভাবে সাড়া ফেলেছে সিনেমাটি, গেমটিও যে বিপুল সাড়া পাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen