‘আজকের দিনটার জন্য তৈরি ছিলাম না’, তরুণ মজুমদারের প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্যিক প্রচেত গুপ্ত

তাঁর কথায়, “যে মানুষটা সাহিত্য, শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান, সমাজের সাথে জড়িয়ে থাকলেন, তার জন্য আমি অনেক বড় কাজ করলাম।

July 4, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

শেষ নিশ্বাস ত্যাগ করলেন তরুণ মজুমদার। বয়স হয়েছিল ৯১ বছর। কিডনি এবং হৃদ্‌যন্ত্রের সমস্যায় দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক। প্রায় তিন সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু শেষরক্ষা হল না। না ফেরার দেশে পারি দিলেন পরিচালক।

তরুণ মজুমদারের প্রয়াণে দৃষ্টিভঙ্গির সাথে কথা বললেন সাহিত্যিক প্রচেত গুপ্ত। তাঁর লেখা দুটি বই নিয়ে ছবি করেছেন তরুণ মজুমদার: ভালোবাসার বাড়ি ও চাঁদের বাড়ি। প্রচেতবাবু বললেন, “আমার পরম সৌভাগ্য, তরুণ মজুমদার আমার দুটি কাহিনী নিয়ে দুটি ছবি করেছেন। যিনি তারাশঙ্কর বান্দ্যোপাধ্যায়ের কাহিনী নিয়ে কাজ করেছেন, তিনি যে আমার কাহিনী নিয়েও ছবি করবেন, আমি স্বপ্নেও কল্পনা করিনি।”

তাঁর কথায়, “যে মানুষটা সাহিত্য, শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান, সমাজের সাথে জড়িয়ে থাকলেন, তার জন্য আমি অনেক বড় কাজ করলাম। তরুণ মজুমদার সাহিত্য-নির্ভর ছবি করে, রুচিশীল, শিক্ষিত, সংস্কৃতি-মনের, স্পর্শকাতর বাঙালির মন জয় করেছিলেন।”

শুনুন প্রচেত গুপ্তর সম্পূর্ণ সাক্ষাৎকার:

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen