MCC-র ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে বাংলার ঝুলন

কমিটির চেয়ারম্যান প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইক গ্যাটিং এক বিবৃতিতে বলেছেন “আমরা বিশ্ব ক্রিকেট কমিটিতে ঝুলন, হেদার এবং ইয়নকে স্বাগত জানাতে পেরে রোমাঞ্চিত।

June 27, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
MCC-র আন্তর্জাতিক ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে বাংলার ঝুলন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঝুলন গোস্বামী, হেদার নাইট এবং ইয়ন মরগান এমসিসির বিশ্ব ক্রিকেট কমিটির সর্বশেষ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। ১৪ সদস্যের এই কমিটি থেকে অ্যালিস্টার কুক পদত্যাগ করেছেন ।

কমিটির চেয়ারম্যান প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইক গ্যাটিং এক বিবৃতিতে বলেছেন “আমরা বিশ্ব ক্রিকেট কমিটিতে ঝুলন, হেদার এবং ইয়নকে স্বাগত জানাতে পেরে রোমাঞ্চিত। এই তিনজন খেলোয়াড় যারা আন্তর্জাতিক খেলার একেবারে শীর্ষে রয়েছে এবং তাদের জ্ঞান কীভাবে ক্রিকেটের অভিজাত স্তরের কাজ করে তা কমিটির জন্য সুবিধাজনক হবে।।

কমিটির বর্তমান সদস্যরা হলেন:
মাইক গ্যাটিং (চেয়ার), জেমি কক্স, সুজি বেটস, ক্লেয়ার কনর, কুমারা ধর্মসেনা, সৌরভ গাঙ্গুলী, ঝুলন গোস্বামী, হিদার নাইট, জাস্টিন ল্যাঙ্গার, ইয়ন মরগান, রামিজ রাজা, কুমার সাঙ্গাকারা, গ্রেম স্মিথ, রিকি স্কারিট

নাইট এবং মর্গান উভয়েই তাদের দলকে ওডিআই বিশ্বকাপের গৌরব অর্জনে নেতৃত্ব দিয়েছেন, এবং এমসিসি এবং বিশ্ব ক্রিকেট কমিটির পীঠস্থান লর্ডস ছিল তাদের জয়ের স্থান: নাইট ২০১৭ সালে ইংল্যান্ডের মহিলাদের শিরোপা জিতেছিল এবং মরগান একই কাজ করেছিলেন ২০১৯ সালে ইংল্যান্ডের পুরুষ দলের সঙ্গে। ঝুলন গোস্বামী, তার দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ভারতের অধিনায়ক, মহিলাদের ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে গত বছর লর্ডসে অবসর নিয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen