‘আন্তরিকতার সঙ্গে স্বাস্থ্য পরিষেবায় মানুষের ভরসা’, ‘সেবাশ্রয় ২’-এর ষষ্ঠ দিনে বার্তা অভিষেকের

December 6, 2025 | 2 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৪০: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ফের শুরু হয়েছে ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2)। ষষ্ঠ দিনে মহেশতলায় (Maheshtala) এই কর্মসূচির অভূতপূর্ব সাড়া মেলায় উচ্ছ্বসিত ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার এক্স বার্তায় তিনি কর্মসূচির পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি জানালেন,“যখন আন্তরিকতার সঙ্গে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়, তখন মানুষও ভরসার সঙ্গে সাড়া দেন, তা ফের প্রমাণিত হল।”

তিনি জানান, মহেশতলা উষ্ণতা ও আশার সঙ্গে ‘সেবাশ্রয় ২’-কে আপন করে নিয়েছে। যা আবারও প্রমাণ করেছে যে সহজলভ্য, নির্ভরযোগ্য এবং সম্মানজনক স্বাস্থ্য পরিষেবা গোটা সমাজকে বদলে দিতে পারে। ঠিক যেমনটা ‘সেবাশ্রয়’-এর প্রথম পর্বেও দেখা গিয়েছিল।

এদিন ক্যাম্পের সাফল্যের খতিয়ান দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যানও তুলে ধরেছেন তিনি:

* মোট ৯,৩২২ জন মানুষ এই ক্যাম্পে এসেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা পেয়েছেন।
* রোগ দ্রুত শনাক্তকরণ ও সঠিক সময়ে চিকিৎসার জন্য ৫,১৬২টি ডায়াগনস্টিক টেস্ট বা পরীক্ষা করা হয়েছে।
* ৫,০৫৩ জন মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
* উন্নত চিকিৎসার প্রয়োজনে ১৬২ জন রোগীকে রেফার করা হয়েছে।

অভিষেক তাঁর বার্তায় আরও উল্লেখ করেন যে, ‘সেবাশ্রয় ২’ শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবার (healthcare) পরিধি বাড়াচ্ছে না, বরং পরিষেবার মানকেও উন্নত করছে। তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি ক্যাম্প, প্রতিটি রোগী এবং প্রতিটি পদক্ষেপ একটি গভীর বিশ্বাসকেই প্রতিফলিত করে- আর তা হল, ‘‘সুস্থ থাকা মানুষের অধিকার, কোনও বিশেষ সুবিধা বা বিলাসিতা নয়।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen