বুধবার সকালে শেষ অনলাইন হয়েছিলেন বিদিশা, ফোনও ধরেননি প্রিয়জনদের

পল্লবী দের পর আবার অভিনেত্রীর রহস্যমৃত্যু।

May 26, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: newsjani com

পল্লবী দের পর আবার অভিনেত্রীর রহস্যমৃত্যু। এবার উদ্ধার হল ২১ বছরের মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত মৃতদেহ। বুধবার সন্ধ্যায় নাগেরবাজার এলাকায় রামগড় কলোনীর ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়। দেড় মাস আগে এই ঠিকানায় ভাড়া থাকতে শুরু করেন অভিনেত্রী। বিদিশার মৃত্যুর তদন্ত করতে নেমেছে পুলিশ।

কল্যাণী মহাবিদ্যালয়ের ছাত্রী বিদিশা মডেলিংয়ের পাশাপাশি অভিনয় করেছিলেন ভাঁড়, ফ্যাশন ফায়ার ইত্যাদি ছবিতে। কিছুদিন আগে পল্লবীর মৃত্যুর পর বিদিশা পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। ব্যক্ত করেছিলেন নিজের বিস্ময়। সেই বিদিশাই এবার বেছে নিলেন পল্লবীর পন্থা।

ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বুধবার সকালবেলা বিদিশাকে শেষবারের মত অনলাইন দেখা যায়। সাধারণত কাজ না থাকলে দেরি করেই ঘুম থেকে উঠতেন তিনি। কিন্তু বুধবার বেলা গড়িয়ে বিকেল হয়ে গেলেও তাঁর সাড়াশব্দ না পেয়ে চিন্তিত হয়ে পড়েন বিদিশার ফ্ল্যাটমেট। এরপরই দরজা ঠেলে ঢুকে দেখেন, গলায় ফাঁস দিয়ে ঝুলছেন বিদিশা।

অনলাইন না থাকলেও সারাদিন ফোন বন্ধ ছিল না বিদিশার। সারাদিন তাঁকে বহুবার ফোন করেন প্রিয়জনেরা। কিন্তু ফোন ধরেননি বিদিশা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen