মে মাসের শুরুতেই ATM থেকে ট্রেনের টিকিট বুকিংয়ে আসছে বড় পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

এটিএম সম্পর্কিত নিয়মে পরিবর্তন এসেছে। এটিএম ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধির অনুমোদন দিয়েছে আরবিআই

April 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মে মাসের শুরুতেই এটিএম থেকে এলপিজি’র ক্ষেত্রে আসছে বড় পরিবর্তন। এই তালিকায় ব্যাঙ্কিং, এটিএম এবং রেলওয়েও অন্তর্ভুক্ত রয়েছে। নতুন নিয়মগুলি সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলতে পারে। অনেক পরিষেবা ব্যয়বহুল হয়ে উঠবে। একই সাথে, কিছু পরিবর্তন উপকারিও হবে।

তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের প্রথম তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। ১ মে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন হতে পারে। উত্থান-পতন দেখা যেতে পারে। চলতি মাসে মোদী সরকার ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়েছে।

এটিএম সম্পর্কিত নিয়মে পরিবর্তন এসেছে। এটিএম ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধির অনুমোদন দিয়েছে আরবিআই। ১ মে থেকে, যদি কোনও ব্যবহারকারী হোম নেটওয়ার্কের বাইরের কোনও মেশিন থেকে লেনদেন করেন, তাহলে তাঁকে একটি ফি দিতে হবে। ব্যালেন্স চেক করার সময়ও এই নিয়ম প্রযোজ্য হবে। এখন নগদ উত্তোলনের জন্য ১৭ টাকার পরিবর্তে ১৯ টাকা ফি দিতে হবে।

১ মে থেকে এক রাজ্য-এক আরআরবি নিয়ম কার্যকর হতে চলেছে। এর আওতায়, ১১টি রাজ্যের ১৫টি গ্রামীণ ব্যাঙ্ক একীভূত করা হবে। আরআরবি-র সংখ্যা ৪৩ থেকে কমে ২৮ হবে। ফিক্সড ডিপোজিট সুদের হার পরিবর্তন হতে চলেছে।

রেলওয়ে টিকিট বুকিংয়ের নিয়ম পরিবর্তন করেছে। স্লিপার এবং এসি কোচে আর অপেক্ষার টিকিট বৈধ থাকবে না, এটি কেবল সাধারণ কোচে বৈধ হবে। ১ মে থেকে অগ্রিম রিজার্ভেশনের সময়কালেরও বদল হচ্ছে। ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হচ্ছে। তিনটি ক্ষেত্রে প্রধান ফি বাড়বে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen