এশিয়া কাপে ভারত-পাক ম্যাচে বড় বিতর্ক, হারিস-ফারহানের বিরুদ্ধে বিসিসিআই-এর অভিযোগ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা মাঠের বাইরেও ছড়িয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) কাছে অভিযোগ করেছে পাকিস্তানের দুই ক্রিকেটার হারিস রউফ এবং সাহিবজাদা ফারহানের উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে। জানা গেছে, বুধবার এই অভিযোগের ই-মেইল আইসিসি-তে পাঠানো হয়েছে। যদি রউফ এবং ফারহান লিখিতভাবে অভিযোগ অস্বীকার করেন, তাহলে তাদের আইসিসির এলিট প্যানেল রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দিতে হতে পারে।
অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)ও ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ করেছে। পহেলগাঁওমে সন্ত্রাসী হামলার শিকারদের প্রতি সমবেদনা জানিয়ে এবং অপারেশন সিন্ধূরে অংশ নেওয়া ভারতীয় সেনাদের উদ্দেশে জয়ের বার্তা উৎসর্গ করায় সূর্যকুমারের মন্তব্যকে রাজনৈতিক বলে দাবি করেছে পিসিবি। তবে অভিযোগের সময়সীমা সাত দিনের মধ্যে হওয়া উচিত কিনা, সেটিও একটি বড় প্রশ্ন।
২১ সেপ্টেম্বরের ম্যাচে হারিস রউফ ভারতীয় দর্শকদের কটাক্ষ করতে বিমান গুঁড়িয়ে দেওয়ার অঙ্গভঙ্গি করেন। এর পেছনে কারণ ছিল ভারতীয় সমর্থকদের “কোহলি, কোহলি” ধ্বনি, যা ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ের স্মৃতি মনে করায়। ম্যাচ চলাকালীন তিনি ভারতীয় ওপেনার শুভমন গিল এবং অভিষেক শর্মাকে উদ্দেশ্য করে কটূক্তিও করেন।
অন্যদিকে, সাহিবজাদা ফারহান হাফ-সেঞ্চুরি করার পর ব্যাট দিয়ে মেশিনগানের অঙ্গভঙ্গি করেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ম্যাচ শেষে ফারহান বলেন, “এটি ছিল স্রেফ মুহূর্তের একটি উদযাপন। আমি সাধারণত এমন করি না, তবে হঠাৎ মাথায় আসে, তাই করেছি। মানুষ কীভাবে নেবে, সে বিষয়ে আমার মাথাব্যথা নেই।”
এই ঘটনাগুলি ভারত-পাকিস্তান ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতায় নতুন করে বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, আইসিসি কী সিদ্ধান্ত নেয়।