বামেদের শক্ত ঘাঁটিতে বড় সাফল্য, পাণ্ডুয়ার সমবায়ে সব কটি আসনে বিজয়ী তৃণমূল

September 15, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: পাণ্ডুয়ার বরগ্রাম-বিলসরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বড়সড় জয় পেল তৃণমূল কংগ্রেস। এর আগে ৪৫টি আসনের মধ্যে ১৮টি আসনে বাম ও বিজেপি প্রার্থী না দেওয়ায় তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল।

রবিবার বাকি ২৭টি আসনের নির্বাচনে প্রত্যেকটিতেই জয়ী হয়েছে ঘাসফুল শিবির। একদা বামেদের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই এলাকায় এমন ফলাফলকে রাজনৈতিক মহল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে।

পাণ্ডুয়া ব্লক তৃণমূল সভাপতি আনিসুল ইসলাম বলেন, “কার্যত বামদুর্গে আজ তৃণমূলের পতাকা উড়েছে। রাজ্যে পালাবদলের বহু পরে পাণ্ডুয়ার মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন। সেই বিশ্বাসকে আমরা সম্মান জানাই।”

তিনি আরও জানান, বিলসরা, শিয়ালাগুড়ি, বড়গ্রাম- এই তিনটি গ্রাম নিয়ে গঠিত সমবায় এতদিন সরকারি প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হত। এবারই প্রথম সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৪৫-০ ব্যবধানে জয় কোনও ছোট বিষয় নয়। গত কয়েক মাস ধরে সমবায় নির্বাচনে তৃণমূলের ধারাবাহিক সাফল্য পাণ্ডুয়ার রাজনৈতিক হাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তাঁদের মতে, এই ফলাফল শ্রমজীবী মানুষ ও কৃষকদের রাজনৈতিক মনোভাবের প্রতিফলন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen