সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা রিলায়েন্সের, ফিউচার গ্রূপ মামলায় জয় অ্যামাজনের

শুক্রবার শীর্ষ আদালত জানিয়ে দিল, ফিউচারের সঙ্গে Reliance-এর সংযুক্তিকরণ করা যাবে না

August 6, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফিউচার গ্রুপ অধিগ্রহণ মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় Amazon সংস্থার। শুক্রবার শীর্ষ আদালতে মুখ পুড়ল মুকেশ আম্বানির সংস্থা Reliance-এর। গত সপ্তাহে আদালত মামলার রায় দান স্থগিত রেখেছিল। সিঙ্গাপুর ট্রাইব্যুনালের নির্দেশে, ফিউচার গ্রুপের সঙ্গে Reliance-এর সংযুক্তিকরণে স্থগিতাদেশ ছিল।

শুক্রবার শীর্ষ আদালত জানিয়ে দিল, ফিউচারের সঙ্গে Reliance-এর সংযুক্তিকরণ করা যাবে না। গত বছর আগস্ট মাসে ফিউচার গ্রুপ তাদের রিটেল, হোলসেল, লজিস্টিক এবং ওয়্যারহাউসিং ইউনিট Reliance-কে ২৪ হাজার ৭১৩ কোটি টাকায় বিক্রি করার চুক্তিতে স্বাক্ষর করে।

কিন্তু সেই চুক্তির বিরোধিতা করে ফিউচার গ্রুপের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগে সিঙ্গাপুর আন্তর্জাতিক আদালতে জরুরি ভিত্তিতে মামলা দায়ের করে Amazon। আগে Amazon গত বছর ২৫ অক্টোবর হাইকোর্টে দুই সংস্থার সংযুক্তিকরণ আটকাতে মামলা করেছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen