হুগলির সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বড় জয় তৃণমূলের
September 25, 2025
|
< 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:০০: হুগলির পাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বড় জয় পেল শাসকদল। এই জয়ের পরই পাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে এককভাবে ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস। এই ফলাফল স্পষ্ট হতেই সবুজ আবির খেলায় মেতে ওঠেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা।
পাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট ৪২টি আসনে নির্বাচন হয়। তবে কোনও আসনেই প্রার্থী দিতে পারেনি বিজেপি সহ বিরোধীরা। ফলে সমিতির মোট ৪২টি আসনের সবকটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল প্রার্থীরা জয়ী হন। গত কয়েকমাস আগেই এলাকার মহানাদ অঞ্চলের মেঘসার সমবায় নির্বাচন হয়। সেখানেও একইভাবে বিরোধীরা কোনও প্রার্থী দিতে পারেনি। ফলে একেবারে প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে জয় পায় তৃণমূল। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই জয় খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।