Bihar: মাত্র ৩৯টি কেন্দ্রে ১ লক্ষ ৮৮ হাজার ভুয়ো ভোটার! ফের কমিশন-BJP কে তোপ তৃণমূলের
২৭ জুলাই জানিয়েছিল বিহারে ৭ লক্ষ ভুয়ো নাম কেটে দিয়েছে। কিন্তু আবারও দেখা গেল ৩৯ কেন্দ্রে ১ লক্ষ ৮৭ হাজার ৬৪৩ ভোটারের নাম দু’জায়গায় রয়ে গিয়েছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৭:০৪: ভুয়ো ভোটার ইস্যুতে ফের সরব তৃণমূল কংগ্রেস। সোমবার কলকাতায় সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেন, “বিহারে যে রিপোর্ট উঠে আসছে, তাতে স্পষ্ট, গণতান্ত্রিক কাঠামো অস্তিত্ব সঙ্কটে। নির্বাচন কমিশন রহস্যজনকভাবে এমন আচরণ করছে যাতে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য পূরণ হয়।”
কুণাল জানান, মহারাষ্ট্র থেকে দিল্লি, একাধিক জায়গায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম ভোটার লিস্ট কেলেঙ্কারির প্রসঙ্গ তুলেছিলেন। তাঁর কথায়, “ভুরি ভুরি ভুতুড়ে ভোটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দেশে প্রথম তৃণমূলই এর প্রতিবাদ করে জনগণের সামনে এনেছে।”
কুণালের দাবি, মাত্র ৩৯টি কেন্দ্রে ১ লক্ষ ৮৮ হাজার ভুয়ো ভোটারের তথ্য মিলেছে। “এগুলো টেকনিক্যাল ভুল হতে পারে না, এগুলো বিরাট চক্রান্তের অংশ,” মন্তব্য তাঁর।
একই সুরে সুর মিলিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, গত বছর আগস্টেই নেতাজি ইনডোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা সংশোধনের দাবি তুলেছিলেন। চন্দ্রিমার অভিযোগ, “৭ মার্চ EC জানিয়েছিল তিন মাসের মধ্যে সব ঠিক হবে। ২৭ জুলাই জানিয়েছিল বিহারে ৭ লক্ষ ভুয়ো নাম কেটে দিয়েছে। কিন্তু আবারও দেখা গেল ৩৯ কেন্দ্রে ১ লক্ষ ৮৭ হাজার ৬৪৩ ভোটারের নাম দু’জায়গায় রয়ে গিয়েছে।”
তিনি উদাহরণ দিয়ে বলেন, ১ লক্ষ ২০০ ক্ষেত্রে বাবা-ছেলের বয়সের পার্থক্য শূন্য থেকে পাঁচ বছর। ২৫ হাজার ৮৬২ জনের নাম, বয়স, আত্মীয়ের নাম সব একই। ১৬ হাজার ৩৭৫ ভোটারের নাম, বয়স, ঠিকানা পর্যন্ত হুবহু এক, শুধু আলাদা হয়েছে ভোটকেন্দ্র।
চন্দ্রিমার প্রশ্ন, “তাহলে EC-কে জিজ্ঞাসা করি, কাদের নাম কাটলেন? কোন সংশোধনী করলেন? সারা দেশে মোট কত নকল ভোটার এখনও রয়েছে?” তাঁর অভিযোগ, এর সুফল স্পষ্টতই একটি বিশেষ দলের দিকেই যাচ্ছে।
ভোটার তালিকা প্রসঙ্গ ছাড়াও এদিন কুণাল ঘোষ মেয়ো রোডে সেনা নামিয়ে তৃণমূলের ভাষা আন্দোলন কর্মসূচি থামানোর চেষ্টারও তীব্র প্রতিবাদ জানান। তাঁর বক্তব্য, “কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা দিয়ে পারেনি, এজেন্সি দিয়ে পারেনি। এবার সেনা নামিয়েছে। কিন্তু সেনা নামিয়ে বাংলার ভাষা আন্দোলনের আওয়াজ বন্ধ করা যাবে না।”