Bihar Assembly Election 2025: ‘NDA ফিরছে না’, বড় ভবিষ্যৎবাণী!

October 15, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১০: বিহারে বেজে গিয়েছে ভোটের দামামা। বিহারের রাজনীতিতে ধূমকেতুর মতো উদয় হয়েছে প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prasant Kishor)। জন সুরাজ পার্টি গড়েছেন। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, এবারের ভোটে তিনি লড়ছেন না। তাঁর দল লড়াই করবে। ভোটে না-লড়ে সাংগঠনিক কাজে মনোনিবেশ করতে চান তিনি। তাঁর ভবিষ্যৎবাণী, এনডিএ আর ক্ষমতায় ফিরছে না।

রাঘোপুর ও কারগাহার কেন্দ্র থেকে প্রশান্তের লড়ার জল্পনা চলছিল। তেজস্বী-প্রশান্তের লড়াই দেখার আশা করা হচ্ছিল কিন্তু মঙ্গলবার জন সুরাজ পার্টি, প্রার্থিতালিকায় ওই দুই কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে। রাঘোপুর কেন্দ্রে লড়বেন চঞ্চল সিং, কারগাহার কেন্দ্র থেকে জন সুরাজ পার্টির টিকিটে লড়বেন রীতেশ রঞ্জন। বুধবার নিজেই জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দেন, ভোটে তিনি লড়বেন না।

প্রশান্ত বলেন, ‘‘এবারের ভোটে বিহারে ‘পরাজয়’ হবে এনডিএ-র। বিহার থেকে বিদায় নেবে এনডিএ। মুখ্যমন্ত্রী হিসাবে আর ফিরে আসবেন না নীতিশ কুমার।’’ নীতিশ কুমারের দল জেডিইউ ২৫টি আসনেও জিততে চাপে পড়বে।

উল্লেখ্য, বিহারে দু’দফায় ভোট হবে। প্রথম দফার নির্বাচন হবে ৬ নভেম্বর। ওই দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১১ নভেম্বর দ্বিতীয় দফায় মোট ১২২টি আসনে ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে ১৪ নভেম্বর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen