LIVE Bihar Assembly Election 2025: ডবল সেঞ্চুরি NDA-র, ভরাডুবি তেজস্বী-রাহুলদের জোটের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আজ শুক্রবার, আজই প্রকাশ্যে আসবে ‘বিহার কার?’ প্রশ্নের উত্তর। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা (Bihar Assembly Election 2025 vote count)। NDA-র প্রত্যাবর্তন, নাকি মহাগঠবন্ধনের হাত ধরে বিহারে পালাবদল ঘটবে? এক্সিট পোল কি মিলবে নাকি বদলে যাবে সব অঙ্ক?
বিহারের ৪৬টি গণনাকেন্দ্রে চলছে ভোটগণনা। ২৪৩ আসনে লড়াই করা মোট ২,৬১৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে আজই।
দেখুন বিহার ভোটের ফলাফলের প্রতি মুহূর্তের LIVE UPDATE
১৪:২৯: শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ৯১টি আসনে এগিয়ে বিজেপি। দ্বিতীয় স্থানে জেডিইউ, তারা এগিয়ে রয়েছে ৮১টি আসনে। আপাতত ২০২টি আসনে এগিয়ে এনডিএ। বিরোধী প্রার্থীরা এগিয়ে মাত্র ৩১ আসনে।
১২:৫৪: এক লাফে ৩৮,০০০ ভোটে এগিয়ে গেলেন তেজস্বী যাদব।
১১:৪৫:শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৮২ আসনে এগিয়ে রয়েছে NDA। বিরোধী জোট এগিয়ে রয়েছে ৫৮টি আসনে
১০:৪৫: ১৬৩ আসনে এগিয়ে রয়েছে NDA, মহাগঠবন্ধন এগিয়ে আছে ৭৬টি আসনে।
১০:২১: লখিসরায়ে জোর টক্কর! অমরেশ কুমারের ধাক্কায় পিছিয়ে বিদায়ী উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী বিজয় সিনহা
০৯:৫৩: NDA এগিয়ে রয়েছে ১৪৬ আসনে, মহাগঠবন্ধন এগিয়ে ৭৩ আসনে।
০৯:৩৬: পিছিয়ে লালুর বিদ্রোহী পুত্র তেজপ্রতাপ
০৯:৩৩: আরজেডি এগিয়ে ৫৬ আসনে। বিজেপি এগিয়ে আসনে ৫৫ আসনে।
০৯:৩১: জেডিইউ এগিয়ে ৪৫ আসনে। সাতটি আসনে এগিয়ে কংগ্রেস।
০৯:২৯: তারাপুর থেকে এগিয়ে রয়েছেন বিজেপি নেতা তথা বিদায়ী উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
০৯:২৮: লখীসরায় থেকে এগিয়ে আর এক বিদায়ী উপমুখমন্ত্রী বিজয় কুমার সিং।
০৯:০০: ৮৫ আসনে এগিয়ে NDA জোট। ৫১ আসনে এগিয়ে মহাগটবন্ধন। প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি চার আসনে এগিয়ে।
০৮:৩৫: প্রথমে পিছিয়ে গেলেও আপাতত এগিয়ে তেজপ্রতাপ।
০৮:৩৪: প্রাথমিক ট্রেন্ডে NDA এগিয়ে রয়েছে ৪৬টি আসনে। বিরোধী জোট এগিয়ে রয়েছে ৩৮টি আসনে। প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি এগিয়ে আছে তিনটি আসনে।
০৮:৩১: বিহারের রাঘোপুর আসন থেকে এগিয়ে আরজেডি নেতা তথা বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব।
০৮:৩০: আলিনগর বিধানসভা থেকে এগিয়ে বিজেপি প্রার্থী সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর।
সকাল ৮: ভোট গণনা শুরু।