Bihar Assembly Elections 2025: ‘রাজনৈতিক ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে ভোট থেকে সরে দাঁড়াচ্ছে JMM

October 21, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩০: ৬ নভেম্বর বিহারে প্রথম দফার ভোট গ্রহণ। এখনও আসন রফা করতে পারেনি বিরোধী জোট। এবার বিহার বিধানসভা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অভিযোগ, কংগ্রেস ও আরজেডির ‘রাজনৈতিক ষড়যন্ত্রের’ শিকার হয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে হেমন্ত সোরেনের দল।

JMM নেতা সুদিব্য কুমার বলেন, “২০২০ সালে বিহার নির্বাচনে আরজেডি এবং কংগ্রেস, জেএমএমকে তিনটি আসন ছেড়ে দেবে বলে নিশ্চিত করেছিল। তারা সে কথা রাখেনি। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছিল। গত বছর ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে কংগ্রেস, আরজেডি এবং বামেদের জন্য একটি বড় সংখ্যক আসন ছেড়েছিল জেএমএম। কিন্তু এবছর বিহার ভোটে ফের জেএমএমকে অপমানিত করা হল। এর কড়া এবং যোগ্য জবাব দেব আমরা।”

ইন্ডিয়া জোটে না-গিয়ে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে ছয়টি আসনে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছিল জেএমএম। দলীয় সভায় জেএমএমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা মুখপাত্র সুপ্রিয় ভট্টাচার্য জানান, বিহারে ভোট একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে তাদের দল। চাকাই, ধামানদাহ, কাটোরিয়া (এসটি), মণিহারি (এসটি), জামুই এবং পিরপাইনটি (এসসি) এই ছয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রার্থীরা। এই আসনগুলিতে ভোট হবে দ্বিতীয় দফায় ১১ নভেম্বর। দাবি অনুযায়ী জেএমএমকে আসন দেয়নি জোট, তাই ‘একলা চলো’ নীতি বলেই জানান সুপ্রিয়। উল্লেখ্য, JMM বারোটি আসনে টিকিট চেয়েছিল।

বিরোধী জোট ‘ইন্ডিয়া’ আসনরফা নিয়ে টানাপড়েনে ভুগছে। কংগ্রেস এবং আরজেডির মধ্যে কোন্দল চলছে। শনিবার আলাদা করে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় JMM। কিন্তু ২৪ ঘণ্টা যেতে না-যেতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল হেমন্তের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen