Bihar Election 2025: সব আসনে প্রার্থী, তৃতীয় ফ্রন্টের লক্ষ্যে এগোচ্ছে ওয়েইসির AIMIM?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৭:১৫: আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ। ইন্ডিয়া জোটে (India Alliance) ঠাঁই না পাওয়ায় বিহার নির্বাচনে একাই লড়তে চলেছে এআইএমআইএম (AIMIM)। দলীয় প্রধান আসাদউদ্দিন ওয়েইসি জানিয়েছেন, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে তাঁর দল ১০০টি আসনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। উল্লেখযোগ্যভাবে, গতবারের নির্বাচনে এআইএমআইএম মাত্র ২০টি আসনে প্রার্থী দিয়েছিল।
অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) জানিয়েছে, তারা রাজ্যে তৃতীয় বিকল্প গঠনের লক্ষ্যে এককভাবে ১০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দলের প্রধান ও হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির নেতৃত্বে এই পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে দলটি।
বিহারের রাজনীতি দীর্ঘদিন ধরে মূলত দুই মেরুতে বিভক্ত- একদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA), অন্যদিকে কংগ্রেস (Congress) -আরজেডি (RJD) জোট তথা মহাগঠবন্ধন। এই প্রেক্ষাপটে এআইএমআইএম-এর একক লড়াইয়ের সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দলের বিহার রাজ্য সভাপতি আখতারুল ইমান জানিয়েছেন, এনডিএ এবং মহাগঠবন্ধন উভয়েই এআইএমআইএম-এর উপস্থিতি উপলব্ধি করতে বাধ্য হবে। তিনি দাবি করেছেন, ২০২০ সালের নির্বাচনের আগে আরজেডি নেতৃত্বের সঙ্গে জোট গঠনের চেষ্টা করা হলেও কোনও সাড়া মেলেনি। বর্তমানে তৃতীয় ফ্রন্ট গঠনের সম্ভাবনা নিয়ে সমমনস্ক দলগুলির সঙ্গে আলোচনা চলছে।
২০২০ সালের বিধানসভা নির্বাচনে বিএসপি ও আরএলএসপি-র সঙ্গে জোট বেঁধে ২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এআইএমআইএম। সেবার পাঁচটি আসনে জয় পায় দলটি। এবার আরও বড় পরিসরে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তারা।
বিশ্লেষকদের মতে, এআইএমআইএম মূলত সিমাঞ্চল অঞ্চলের মুসলিম ভোটব্যাঙ্ককে লক্ষ্য করে এগোচ্ছে। বিহারের মোট জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ মুসলিম হলেও, বিধানসভায় তাঁদের প্রতিনিধিত্ব তুলনামূলকভাবে কম। এই বাস্তবতাকে সামনে রেখে ভোটারদের মন জয় করার কৌশল নিয়েছে ওয়েইসির দল।
আগামী ৬ ও ১১ নভেম্বর দুই দফায় বিহারে ভোটগ্রহণ হবে। ফলাফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। তার আগেই এআইএমআইএম-এর এই ঘোষণা রাজনীতির উত্তাপ বাড়িয়েছে।