Bihar Elections: ভোটদানে রেকর্ড বৃদ্ধি, জনতার রায়ে কি বদলের ডাক?

November 8, 2025 | 2 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩০: বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটে চমক। নির্বাচন কমিশনের (Election Commission) প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের ভোটদানের হার পৌঁছেছে ৬৫.০৮ শতাংশে, যা বিগত কয়েক দশকের তুলনায় বেশি। এই অঙ্কে কার্যত চমকে গিয়েছে রাজনৈতিক মহল। ভোটদানের হার বেড়ে যাওয়ায় উভয় পক্ষই নিজেদের পক্ষে জনসমর্থনের দাবি তুলেছে।

আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav) দাবি করেছেন, “এই বিপুল ভোটদানে বিহারের মানুষ অপশাসনের বিরুদ্ধে রায় দিয়েছেন। পরিবর্তনের আলো জ্বলতে শুরু করেছে।” তাঁর মতে, মহাজোটের (Mahagatbandhan) পক্ষে জনমত স্পষ্ট।

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও (Priyanka Gandhi) একই সুরে বলেন, “ভোটদানের হার যেমন বেড়েছে, তেমনই জনসভায় মানুষের অংশগ্রহণও বেড়েছে। সাধারণ মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে সচেতন, তারই প্রতিফলন এই ভোট।”

অন্যদিকে, বিহারের সীতামারহিতে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, “এই ৬৫ শতাংশ ভোটদান বিহারের জঙ্গলরাজের বিরুদ্ধে ৬৫ ভোল্টের ঝটকা।” যদিও তিনি কোন দলকে ‘জঙ্গলরাজ’ বলছেন, তা স্পষ্ট করেননি। এনডিএ-র শরিক মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও, মোদির মন্তব্যে সেই প্রসঙ্গ এড়িয়ে যাওয়া হয়েছে।

এই নির্বাচন দেশের SIR (Special Intensive Revision) প্রক্রিয়ার পর প্রথম বড় ভোট। বিহারে ভোটার তালিকা (Bihar Voter List) থেকে বাদ গিয়েছে প্রায় ৬৫ লক্ষ নাম, যার মধ্যে ২৩ লক্ষই মহিলা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বাদ পড়া নিয়ে ক্ষোভ থেকেই মহিলা ভোটারদের সক্রিয় অংশগ্রহণ বেড়েছে। ভোটকেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন বহু মহিলা, যা এই বিপুল ভোটদানের অন্যতম কারণ।

ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ যাওয়ার ঘটনায় নির্বাচন কমিশনকে কড়া ধমক দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। পুনরায় রিভিউ করেও সেই সংখ্যায় পরিবর্তন না হওয়ায় কমিশনের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভারতের রাজনৈতিক ইতিহাসে ভোটদানের হার বেড়ে গেলে তা সাধারণত শাসকদলের বিরুদ্ধে যায়, এই আপ্তবাক্যকে পাথেয় করে এগোচ্ছে বিরোধীরা। তবে ব্যতিক্রমও রয়েছে। তাই এই ভোটদানের হার কার পক্ষে যাবে, তা স্পষ্ট হবে ১৪ নভেম্বর ফল ঘোষণার পর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen