Bihar Election 2025: আসনরফা নিয়ে ক্ষোভ জিতনরামের, NDA-তে ফাটল চওড়া হচ্ছে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এনডিএ (NDA) জোটে আসনরফা নিয়ে অস্বস্তি বাড়ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঁঝি (Jitan Ram Manjhi) প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি, যদি ‘হিন্দুস্থানি আওয়াম মোর্চা’ (Hindustani Awam Morcha-HAM) দলকে ১৫টি আসন না দেওয়া হয়, তাহলে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। তবে এনডিএ-র প্রতি সমর্থন বজায় থাকবে।
জিতনরাম বলেন, “আমরা অপমানিত বোধ করছি বলে এনডিএ নেতৃত্বকে জানিয়ে দিয়েছি। দল হিসেবে স্বীকৃতি পেতে আমাদের সম্মানজনক সংখ্যক আসনের প্রয়োজন। যদি আমরা প্রস্তাবিত আসন সংখ্যা না পাই, তা হলে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই করব না। আমরা এনডিএকে সমর্থন করব, কিন্তু নির্বাচনে লড়ব না।” তাঁর এই মন্তব্যে এনডিএ-র অভ্যন্তরীণ টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে।
বুধবার সমাজমাধ্যমে তিনি জনপ্রিয় হিন্দি কবি রামধারী সিংহ দীনকরের একটি কবিতার অংশ পোস্ট করেন, যেখানে মহাভারতের প্রসঙ্গ তুলে ধরে লেখেন, “ভগবান কৃষ্ণ দুর্যোধনের সঙ্গে শান্তি স্থাপনের চেষ্টা করছিলেন। যার একগুঁয়েমির ফলে মহাভারতের মহাযুদ্ধ হয়েছিল।” রাজনৈতিক মহলে এই পোস্টকে এনডিএ নেতৃত্বের প্রতি তাঁর অসন্তোষের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
সূত্রের খবর, বিহারের ২৪৩টি আসনের মধ্যে বিজেপি (BJP) ও জেডিইউ (JDU) ১০০টি আসনে লড়বে বলে ঠিক হয়েছে। বাকি আসনগুলি ভাগ করে দেওয়ার কথা চিরাগ পাসোয়ানের (Chirag Paswan) এলজেপি (রামবিলাস), জিতনরাম মাঁঝির ‘হাম’ এবং উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চার মধ্যে। কিন্তু চিরাগ অন্তত ৩৫টি এবং জিতনরাম ১৫টি আসন দাবি করছেন, যা নিয়ে এনডিএ-র রফাসূত্রে ফাটল দেখা দিয়েছে।
প্রসঙ্গত, জিতনরাম মাঁঝি বিহারের দলিত সমাজের অন্ত্যজ মুষাহর জনগোষ্ঠীর প্রতিনিধি। ২০১৪ সালে লোকসভা ভোটের পর নীতীশ কুমার তাঁকে মুখ্যমন্ত্রী করেছিলেন। পরে মতবিরোধের জেরে তিনি জেডিইউ ছেড়ে ‘হাম’ গঠন করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনরফা নিয়ে মতবিরোধ যদি মেটানো না যায়, তাহলে এনডিএ-র ঐক্য বিহার নির্বাচনে বড় ধাক্কা খেতে পারে।