LIVE Bihar Election: বিহারে দুপুর ১টা পর্যন্ত ভোটের হার ৪২.৩১ শতাংশ

November 6, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৫০: বিহারের ১৮ জেলায় শুরু হয়েছে ভোটগ্রহণ। প্রথম দফায় ১২১ আসনে ভোটগ্রহণ চলছে আজ। ৪৫,৩৪১টি ভোটকেন্দ্রে মোট ১,৩১৪ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হচ্ছে। ভোটার সংখ্যা, ৩ কোটি ৭৫ লক্ষ।

দেখুন প্রতি মুহূর্তের LIVE UPDATE

১৬:১১: বিহার ভোটে অশান্তি। বিহারের বিদায়ী উপ মুখ্যমন্ত্রী তথা লখীসরাই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিজয় কুমার সিনহার গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়ার অভিযোগ। অভিযোগ আরজেডি-র বিরুদ্ধে। এলাকায় উপস্থিত বিশাল পুলিশ বাহিনী।

১৪:২২: দুপুর ১টা পর্যন্ত বিহারে ৪২.৩১ শতাংশ ভোট পড়ল। ভোটদানের হারে এগিয়ে গোপালগঞ্জ (৪৬.৭৩ শতাংশ)। সবচেয়ে কম ভোট পড়েছে পটনা জেলায় (৩৭.৭২ শতাংশ)।

১৩:১৮: ভোট দেওয়ার পর সমাজ মাধ্যমে নীতীশ লেখেন, “গণতন্ত্রে ভোটদান কেবল আমাদের অধিকারই নয়, এটা আমাদের দায়িত্বও বটে। আজ বিহারের বিধানসভা নির্বাচনে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ চলছে। সব ভোটারের কাছে আমার আবেদন, আপনারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। অন্যদেরও ভোটদানে উৎসাহিত করুন।”

১১:৫৬: ১১টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ২৭.৬৫ শতাংশ।

১১:২৯: সমাজ মাধ্যমে মোদী জানান, “বিহারে গণতন্ত্রের উৎসবে মানুষের মধ্যে দারুণ উন্মাদনা দেখা যাচ্ছে। এই ঘটনা ইঙ্গিত করছে, বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে NDA।

১১:২৫: তেজস্বী এবং তেজপ্রতাপ, দুই ছেলেকেই শুভেচ্ছা জানিয়েছেন রাবড়ী দেবী।

১১:২৪: ভোট দিয়ে আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, ‘১৪ নভেম্বর বিহারে নতুন সরকার তৈরি হবে।’

১০:১০: ইতিমধ্যে নিজের নিজের কেন্দ্রে ভোট দিয়েছেন নীতীশ কুমার, তেজস্বী যাদব, তেজপ্রপাত, সস্ত্রীক লালু প্রসাদ যাদব।

০৯:৩০: সকাল ন’টা অবধি সবচেয়ে বেশি ভোট পড়েছে সহরসা জেলায়। প্রায় ১৫.২৭ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে লখীসরাই জেলায়, ৭ শতাংশ।

০৯:১০: সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৩.১৩ শতাংশ

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen