Bihar Election: আজ প্রথম দফার ভোট গ্রহণ, ১২১ আসনের অগ্নিপরীক্ষা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১৫: আজ, বৃহস্পতিবার শুরু হল বিহারের গদির লড়াই। SIR-র পর এই প্রথম ভোট হচ্ছে বিহারে। নির্বাচন কমিশনের দাবি করেছে, প্রথম দফার ভোটের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। প্রথম পর্বে বিহারের ১৮ জেলার ১২১ আসনে ভোট গ্রহণ হচ্ছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্যপরীক্ষা হচ্ছে আজ। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের ভাগ্য পরীক্ষা আজ। মহুয়া কেন্দ্রে লড়ছেন লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। রাজ্যের একাধিক মন্ত্রীর ভাগ্যপরীক্ষাও হচ্ছে আজ।
প্রথম দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছে, আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদের কনিষ্ঠপুত্র তথা বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তিনি রাঘোপুর থেকে লড়ছেন। লালুর ‘বিদ্রোহী’ জ্যেষ্ঠপুত্র, জনশক্তি জনতা দল প্রতিষ্ঠাতা-প্রধান তেজপ্রতাপ যাদব মহুয়া কেন্দ্র থেকে লড়ছেন, বিহারের দুই বিজেপি উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরী এবং বিজয়কুমার সিনহা যথাক্রমে তারাপুর ও লখীসরাই থেকে ভোটে লড়ছেন, ভোজপুরী গায়িকা মৈথিলী ঠাকুর আলিনগর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করছেন, ভোজপুরী গায়ক ও অভিনেতা খেসারীলাল যাদব আরজেডির টিকিটে প্রার্থী হয়েছেন, তাঁরও ভাগ্য পরীক্ষা আজ।
সাত সকালে সপরিবারে ভোট দিয়েছে লালুপ্রসাদ যাদব। পটনায় স্ত্রী রাজশ্রী যাদবের সঙ্গে ভোট দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। ভোট দিয়ে লালু-পুত্র জানান, বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-র জয় নিয়ে আশাবাদী তিনি। রাবড়ী দেবীকে নিয়ে পটনার একটি বুথে ভোট দেন আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। লালু বলেন, ‘বদল হবে’।
পাটনা, দ্বারভাঙ্গা, মধেপুরা, সহরসা, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারণ, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লখীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলায় ভোট দিচ্ছেন ভোটাররা। আজ প্রথম দফার ১২১ আসনের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছ প্রশান্ত কিশোরের দল জন সুরাজ পার্টির। ১১৮টি আসনে প্রার্থী দিয়েছে প্রশান্ত কিশোরের দল। NDA-র অধীনে ৫৭ আসনে লড়ছে নীতীশের দল। বিজেপি লড়ছে ৪৮ আসনে। চিরাগ পাসওয়ানের দল লড়ছে ১৩ আসনে। অন্যদিকে ইন্ডিয়া জোটের আরজেডি লড়ছে ৭২ আসনে। কংগ্রেস লড়ছে ২৪ আসনে। লিবারেশন লড়ছে ১৪ আসনে। সব মিলিয়ে ৪৫ হাজার বুথে ভোট চলছে। এখনও পর্যন্ত অশান্তির খবর নেই। প্রথম দফায় ভোটার সংখ্যা ৩ কোটি ৭৫ লক্ষেরও বেশি। ১১ নভেম্বর দ্বিতীয় তথা শেষ দফায় ১২২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে মগধভূমে। আগামী ১৪ নভেম্বর ভোট গণনা হবে।