Bihar Election: প্রায় চূড়ান্ত INDIA-র আসন রফা, কত আসনে লড়বে RJD, কংগ্রেস?
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৩: জট কি কাটল? শোনা যাচ্ছে, বিহারে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে ইন্ডিয়া জোটের আসনরফা। সর্বভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের দাবি, ২৪৩ আসনের বিহার বিধানসভায় ১৩৫টি আসনে লড়বে রাষ্ট্রীয় জনতা দল (RJD)। ৬১টি আসনে লড়বে কংগ্রেস। বাকি আসনগুলিতে লড়বে বামেরা এবং মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি। শোনা যাচ্ছে, ২৯ থেকে ৩১টি আসনে লড়তে পারে বামেরা। ভিআইপি-র জন্য ১৬টি আসন ছাড়া হতে পারে।
আজ, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জোটের আসনরফা ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। বিহারে ইন্ডিয়া জোটের মুখ হচ্ছেন তেজস্বী যাদব-ই। অন্যদিকে, রবিবার আসনরফা সেরে ফেলেছে নীতিশ এবং বিজেপি। সোমবার, আসনবণ্টন নিয়ে বৈঠকে বসে ইন্ডিয়া জোটের নেতারা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠক হয়। উপস্থিত ছিলেন আরজেডি-র প্রতিনিধি তেজস্বী।
বিহারে বিরোধী জোটে যোগ দিয়েছে মুকেশ সাহানির ভিআইপি, এবং জেএমএমের মতো দল। এবার বামেরাও বেশি আসন দাবি কর তেজস্বীর কাছে। কংগ্রেসও ষাটের কম আসনে লড়তে নিমরাজি। আলোচনার পর সব দলের মধ্যেই আসনরফা হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। এখন অনুষ্ঠানিক ঘোষণা হওয়ার অপেক্ষামাত্র।