Bihar Election 2025: বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় দফায় ভোটদানের হার ৬৭.১৪ শতাংশ

November 11, 2025 | 2 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: আজ, বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। মঙ্গলবার বিহারের মোট ১২২টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এই পর্বে ২০ জেলার ১২২ আসনে নির্বাচন। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। সীমাঞ্চল, মগধ, মিথিলাঞ্চল, চম্পারণ, ভাগলপুরে ভোটগ্রহণ চলছে। পূর্ব এবং পশ্চিম চম্পারন, সীতামারি, মধুবনী, কিষানগঞ্জের মতো নেপাল সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্রগুলিও ভোট চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে মোট ৪৫,৩৯৯ হাজার বুথে ভোট হচ্ছে। মোট ভোটার ৩.৭০ কোটি। এর মধ্যে পুরুষ ভোটার ১.৯৫ কোটি। মহিলা ভোটার ১.৭৪ কোটি। এই পর্বে মোট প্রার্থীর সংখ্যা ১,৩০২। এর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ১৩৬।

দেখুন প্রতি মুহূর্তের LIVE UPDATE

১৭:০০: বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় দফায় বিহারে ভোট পড়েছে ৬৭.১৪ শতাংশ, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। চূড়ান্ত হিসাব পরে প্রকাশ করবে নির্বাচন কমিশন। ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর।

১৬:২০:   দ্বিতীয় দফায় ভোটদানের হার ৬০.৪০ শতাংশ

কিশনগঞ্জ: সর্বোচ্চ ভোটদানের হার – ৬৬.১০%
পূর্ণিয়া: দ্বিতীয় স্থানে – ৬৪.২২%
কাটিহার: তৃতীয় স্থানে – ৬৩.৮০%

১৪:৩৩: দুপুর একটা অবধি বিহারে ভোটদানের হার ৪৭.৬২ শতাংশ।

১৩:১৫– বিহারের রোহতস জেলার করগহর বিধানসভা কেন্দ্রে ভোট দিলেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর।

বেলা ১১টা পর্যন্ত বিহারে ভোট পড়ল ৩১.৩৮ শতাংশ।

সকাল ৯টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ১৪.৫৫%

বিহারবাসীর উদ্দেশ্যে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী সমাজ মাধ্যমে লেখেন, ‘‘চাকরি, শিক্ষা, স্বাস্থ্য এবং শিল্পের জন্য, গণতন্ত্র ও সংবিধানের রক্ষার জন্য এবং বিহারের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভোট দিন। এমন সরকার গঠন করুন যা আপনাদের জন্য কাজ করবে।’’

৯:০০- বিহারবাসীর উদ্দেশ্যে সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘‘আমি সকল ভোটারকে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ভোটদানের নতুন রেকর্ড গড়ার জন্য আহ্বান জানাচ্ছি। যাঁরা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, তাঁদের কাছে অনুরোধ, তাঁরা যেন নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোটদানে অনুপ্রাণিত করেন।’

 

৮:০০– সকাল থেকেই বুথে বুথে লাইন ভোটারদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen