Bihar Elections: BJP-র চাপে তিন সুরজ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, বিস্ফোরক অভিযোগ প্রশান্ত কিশোরের

October 21, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০:  বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election 2025) আগে রাজ্য রাজনীতিতে চড়ছে উত্তেজনার পারদ। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জন সুরজ পার্টির (Jan Suraaj Party) প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (Prashant Kishor) বিজেপির (BJP) বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে বলেন, তাঁর দলের প্রার্থীদের (Election Candidate) ভয় দেখিয়ে এবং লোভ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হচ্ছে। তাঁর দাবি, ইতিমধ্যেই তিনজন প্রার্থী বিজেপির চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

প্রশান্ত কিশোর বলেন, “জন সুরজের উত্থানে বিহারে সবচেয়ে বেশি ভয় পেয়েছে বিজেপি। আমাদের প্রার্থীদের লোভ দেখানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। ওরা মানুষকেও ভয় দেখায়। ওরা বিহারবাসীকে মহাজোটের ভয় দেখাচ্ছে, বলছে বিজেপিকে ভোট না দিলে জঙ্গলরাজ চলে আসবে। ওরা কিন্তু মহাজোটের প্রার্থীদের ভয় দেখায় না। যা ভয় দেখানোর আমাদের প্রার্থীদের দেখানো হচ্ছে। এর মধ্যেই ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে।”

এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোরের হুঙ্কার, “বিজেপি যতই ভয় দেখাক, যতই প্রার্থীদের কিনে নিক-আসল কথা বলবে মানুষ। বিজেপিকে না হারানো পর্যন্ত তাঁর লড়াই থামবে না।” পিকে (PK) আরও বলেন, ‘‘গত কয়েক বছর ধরে, নির্বাচনে যে দলই জিতুক না কেন, সরকার গঠনের জন্য বিজেপি খ্যাতি অর্জন করেছে। এখন, তারা বিহারে একটি নতুন পদ্ধতির প্রয়োগ শুরু করেছে।’’

বিহারের রাজনীতিতে (Bihar Politics) এনডিএ (NDA) বনাম মহাজোটের (Mahagathbandhan) চিরাচারিত দ্বন্দ্বের বাইরে তৃতীয় বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরেছেন পিকে। তাঁর জন সুরজ পার্টি জাতপাতের রাজনীতির বাইরে এক নতুন ভোরের স্বপ্ন দেখাচ্ছে। তবে প্রথম নির্বাচনে নামার আগেই নানা সমস্যায় জর্জরিত তাঁর দল। এক সময় রাজ্যজুড়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল জন সুরজকে ঘিরে, তা এখন অনেকটাই স্তিমিত। একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করছেন, যা নিয়ে উদ্বেগ বাড়ছে দলের অন্দরে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen