Bihar : বৃহস্পতিতে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: বিহারে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নতুন সরকার গঠনের প্রক্রিয়া (Bihar Government Formation)। বুধবার JDU-এর নেতা নীতীশ কুমারকে (Nitish Kumar) ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (National Democratic Alliance-NDA))-এর বিধানসভা দলের নেতা নির্বাচিত করা হয়েছে। আগামী ২০ নভেম্বর দশম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি।
বুধবার সকাল ১১টায় জনতা দল (ইউনাইটেড)-এর বিধানসভা দলের বৈঠকে নীতীশ কুমারকে সর্বসম্মতভাবে নেতা নির্বাচিত করা হয়। এরপর বিকেল ৩টায় এনডিএ বিধানসভা দলের বৈঠকে তাঁকে আবারও নেতা হিসেবে নির্বাচিত করা হয়। অন্যদিকে বিজেপি (BJP) বিধানসভা দলে সম্রাট চৌধুরীকে (Samrat Chowdhury) নেতা এবং বিজয় কুমার সিনহাকে (Bijoy Kumar Sinha) উপনেতা করা হয়েছে।
নতুন মন্ত্রিসভায় জেডিইউ, বিজেপি, চিরাগ পাসওয়ানের এলজেপি (আরভি), জিতন রাম মাঞ্জির হাম-এস এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএম-সবাইকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গিয়েছে। এলজেপি (আরভি)-কে তিনটি, হাম-এস ও আরএলএম-কে একটি করে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে। প্রায় ১৬ জন বিজেপি (BJP) নেতা ও ১৪ জন জেডিইউ (JDU) নেতা শপথ নেবেন। পাশাপাশি বিজেপি ও জেডিইউ থেকে পাঁচ-ছয়জন নতুন মুখ মন্ত্রিসভায় আসতে পারেন। জেডিইউ রাজ্য সভাপতি উমেশ সিং কুশওয়াহা (Umesh Singh Kushwaha) অন্যতম সম্ভাব্য মন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন।
২০০০: প্রথমবার
২০০৫: দ্বিতীয়বার (নভেম্বর)
২০১০: তৃতীয়বার (নভেম্বর)
২০১৫: চতুর্থবার (ফেব্রুয়ারি) এবং পঞ্চমবার (নভেম্বর)
২০১৭: ষষ্ঠবার (জুলাই)
২০২০: সপ্তমবার (নভেম্বর)
২০২২: অষ্টমবার (আগস্ট)
২০২৪: নবমবার (জানুয়ারি)
২০২৫: দশমবার ( নভেম্বর)
বিরোধী শিবিরে আরজেডি (RJD) তাদের বিধানসভা দলের নেতা হিসেবে তেজস্বী যাদবকে নির্বাচিত করেছে। এই বৈঠকে লালু প্রসাদ, রাবড়ি দেবী, মিসা ভারতীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এবারের নির্বাচনে এনডিএ ২৪৩ আসনের মধ্যে তারা ২০২টি আসন দখল করেছে। বিজেপি ৮৯, জেডিইউ ৮৫, এলজেপি (আরভি) ১৯, হাম-এস ৫ এবং আরএলএম ৪ আসন পেয়েছে। অন্যদিকে মহাগঠবন্ধন মাত্র ৩৫ আসন পেয়েছে, যার মধ্যে আরজেডি ২৫, কংগ্রেস ৬, সিপিআই(এমএল)(এল) ২, আইআইপি ১ এবং সিপিআই(এম) ১ আসন রয়েছে। এছাড়া এআইএমআইএম ৫ এবং বিএসপি ১ আসন পেয়েছে।
২০ নভেম্বর পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারসহ নতুন মন্ত্রিসভা শপথ নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় নেতারা, মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নীতীশ কুমার (Nitish Kumar) এনডিএর সব সহযোগী দলের সমর্থনপত্র রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে জমা দেবেন।