Bihar SIR: BJP-র উপমুখ্যমন্ত্রীর জোড়া EPIC! তিন লক্ষ ভোটার ঠিকানাহীন, আর কী কী অভিযোগ উঠল?

ভোটার তালিকায় বিহারের উপমুখ্যমন্ত্রী ও BJP নেতা বিজয়কুমার সিনহার নাম দু’জায়গায় রয়েছে, পাটনার লখিসরাই ও বাঁকিপুর

August 10, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
Bihar SIR: BJP's Deputy Chief Minister has two EPIC!
Bihar SIR: BJP’s Deputy Chief Minister has two EPIC!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: SIR-কে কেন্দ্র করে উত্তাল দেশ। বিহারে SIR-র খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। আজ রবিবার বিস্ফোরক অভিযোগ করলেন RJD নেতা তেজস্বী যাদব। তাঁর দাবি, রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও BJP নেতা বিজয়কুমার সিনহার নাম ভোটার তালিকায় দু’জায়গায় রয়েছে। পাটনার লখিসরাই ও বাঁকিপুর, দুই কেন্দ্রেই তাঁর নাম পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন তেজস্বী। তাঁর প্রশ্ন, কবে FIR দায়ের হবে বিজয়ের বিরুদ্ধে?

রবিবার সকালে সাংবাদিক সম্মেলনে তেজস্বী যাদব দাবি করেন বিজয়ের ইপিআইসি (EPIC) নম্বর দু’টি। দু’টি নম্বর দু’টি আলাদা বিধানসভা কেন্দ্রের। দুই কার্ডে আলাদা আলাদা বয়সও লেখা রয়েছে। বাঁকিপুরে তাঁর বয়স ৬০। লখিসরাইয়ে ৫৭ বছর। তেজস্বীর মতে, হয় তিনি দুটি ইপিআইসি নম্বর ইস্যু করার জন্য নথিতে স্বাক্ষর করেছেন, নয়ত পুরো SIR প্রক্রিয়াটিই ধাপ্পাবাজি।

বিজয়ের দাবি, তিনি ইতিমধ্যেই তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ফর্মও ফিলআপ করেছেন। লখিসরাইয়ের ভোটার তালিকায় তাঁর নাম ছিল। বাঁকিপুরের ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ দিতে চান তিনি।

গত ১ আগস্ট বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষের বেশি নাম। কমিশন জানিয়েছে, মৃত, স্থায়ী ভাবে অন্যত্র চলে যাওয়া ব্যক্তিদের এবং একাধিক ঠিকানার ভোটার তালিকায় থাকা ব্যক্তিদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। কিন্তু বিহারে নিবিড় সংশোধনের পর প্রকাশিত ভোটার তালিকাতেও অজস্র ত্রুটি ধরা পড়ছে। প্রায় লাখ তিনেক ভোটারের বাড়ির নম্বর ০, ০০, ০০০। অভিযোগ, মৃতদের নামও ভোটার তালিকায় উঠেছে। খসড়া ভোটার তালিকায় দেখা যাচ্ছে, জামুই জেলার চৌডিহা পঞ্চায়েতের এক বুথের একটি ছোট্ট বাড়িতেই ২৩০ জন ভোটারের বাস। BLO-র দাবি, প্রযুক্তিগত কারণে ত্রুটি হয়েছে। বিরোধীদের অভিযোগ, নিবিড় সংশোধনের পর সংশোধিত যে তালিকা নির্বাচন কমিশন তৈরি করেছে, সেটাও ত্রুটিপূর্ণ। বুথ লেভেল অফিসাররা বহু নিয়ম বহির্ভূত কাজ করছেন। সংশোধিত ভোটার তালিকাও ত্রুটিপূর্ণ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen