পুজোর স্টল উদ্বোধন বামেদের, দেখা নেই বিমান-সূর্যদের

এবার বিমান-সূর্যকান্তরা স্টল উদ্বোধন থেকে দূরে থাকলেন। শনিবার যাদবপুরের স্টলটির উদ্বোধন করেন দলের একমাত্র বাঙালি সাংসদ তথা দলের আইনজীবী-নেতা বিকাশ ভট্টাচার্য। ছিলেন রবিন দেবের মতো নেতাও

October 10, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিগত বহু বছরের ঐতিহ্য এবার ভাঙল। শারদোৎসব উপলক্ষে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড ও নেতাজিনগর তল্লাটে ফি বছর মার্কসীয় সাহিত্যের স্টল উদ্বোধনে হাজির থাকেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্রদের মতো রাজ্য সিপিএমের শীর্ষস্থানীয় নেতারা। জনসংযোগের পাশাপাশি রাজনৈতিক প্রচারই থাকে এই দুই কর্মসূচির মূল উদ্দেশ্য। কিন্তু এবার বিমান-সূর্যকান্তরা স্টল উদ্বোধন থেকে দূরে থাকলেন। শনিবার যাদবপুরের স্টলটির উদ্বোধন করেন দলের একমাত্র বাঙালি সাংসদ তথা দলের আইনজীবী-নেতা বিকাশ ভট্টাচার্য। ছিলেন রবিন দেবের মতো নেতাও। দলীয় সূত্রে অবশ্য জানানো হয়েছে, এদিন থেকে দিল্লিতে দলের পলিটব্যুরোর বৈঠক শুরু হয়েছে। চলবে আজ রবিবার পর্যন্ত। এই কারণে বিমান-সূর্যরা শুক্রবারই রাজধানী পাড়ি দিয়েছেন। কলকাতা জেলা পার্টির তরফে আসা ওই দুই স্টল উদ্বোধনের অনুরোধ এবার তাঁরা রাখতে পারবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন। তবে পুজোর মধ্যে স্টলগুলিতে তাঁরা যেতে পারেন কর্মীদের উৎসাহ দিতে। উল্লেখ্য, এবারও শহরে ১০৩টি পুজো প্রাঙ্গণে সিপিএম তাদের স্টল দিচ্ছে। এজন্য কয়েক লক্ষ টাকার বই স্থানীয় পার্টি নেতৃত্ব ইতিমধ্যে তুলেছে বলে জেলা সম্পাদক কল্লোল মজুমদার জানিয়েছেন।

এদিকে, শারদোৎসব উপলক্ষে বিমানবাবু এদিন রাজ্যের মানুষকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। একই বার্তা দিয়েছেন অপর বামপন্থী দল এসইউসিআই-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যও। তাঁরা দু’জনেই শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনের আবেদন জানিয়েছেন। পাশাপাশি দক্ষিণবঙ্গের বানভাসি কয়েক লক্ষ দুর্গত মানুষের কথা ভেবে পুজো কমিটিগুলিকে যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন করেছেন এই দুই বর্ষীয়ান বাম নেতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen