কমনওয়েলথ গেমসে চতুর্থ পদক জয় ভারতের, ভারোত্তোলনে রুপো জিতলেন বিন্দ্যারানি
কমনওয়েলথ গেমসে চতুর্থ পদক জয় ভারতেরপদক জয় ভারতের
July 31, 2022
|
< 1 min read
Authored By:

কমনওয়েলথ গেমসে চতুর্থ পদক জয় ভারতের। ৩০ জুলাই দিনের শেষে ফের ভারোত্তোলনে জয় এল। কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে রৌপ্য পদক জিতলেন বিন্দ্যারানি দেবী।
এদিন বিন্দ্যারানি প্রথম বারে ৮১ কেজি ভার তোলেন। দ্বিতীয় দফায় তোলেন ৮৪ কেজি ভার। তৃতীয় বারে ৮৬ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৬ কেজি ভার তুলেই দেশের জন্য পদক নিশ্চিত করে ফেলেন বিন্দ্যারানি। সর্বমোট ২০২ কেজি ভার তুলে, দেশের জন্য রুপো জয় করলেন ভারতের অন্যতম সেরা ভারোত্তোলক বিন্দ্যারানি দেবী।