বড়পর্দায় আসছেন ‘বড়বাবু’, শিশির কুমার ভাদুড়ীর চরিত্রে কে?

আধুনিক বাংলা থিয়েটারের প্রবর্তক শিশির কুমার ভাদুড়ি। বাংলা নাট্যচর্চায় তাঁর অবদান চিরস্মরণীয়।

June 24, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
বড়পর্দায় আসছেন ‘বড়বাবু’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আধুনিক বাংলা থিয়েটারের প্রবর্তক শিশির কুমার ভাদুড়ি। বাংলা নাট্যচর্চায় তাঁর অবদান চিরস্মরণীয়। এবার বড়পর্দায় আসছে তাঁর বায়োপিক ‘বড়বাবু’। রেশমি মিত্র পরিচালিত এই ছবিতে শিশির কুমার ভাদুড়ীর ভূমিকায় দেখা যাবে অভিনেতা সুজন নীল মুখার্জিকে।

রেশমি মিত্র পরিচালিত এই ছবিতে সেসময় থিয়েটারের দুই জনপ্রিয় অভিনেত্রী প্রভা দেবীর চরিত্রে সুদীপ্তা চক্রবর্তী এবং কঙ্কাবতী চরিত্রে দেখা যাবে পায়েল সরকারকে।। এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন সুপ্রতিম রায়, ভাস্বর চ্যাটার্জি এবং বিশ্বনাথ বসু।

জানা গেছে, টানা ১০ বছর ধরে এই ছবিটি তৈরির জন্য গবেষণা করছেন পরিচালক রেশমি মিত্র। ছবিটির সম্পর্কে তিনি জানিয়েছেন, শিশিরবাবুর ব্যক্তিগত জীবনের মানসিক অশান্তিকে কেন্দ্র করে সিনেমাটি আবর্তিত হয়েছে।

খবর মিলেছে, রেশমি মিত্র ইতিমধ্যেই ‘বড়বাবু’ ছবির শুটিং শেষ করেছেন। সিনেমাটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন বিক্রম ঘোষ। খুব শিগগিরই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বড়বাবু’।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen