রাস উৎসবে মেতে উঠল বিষ্ণুপুর
পাঁচ দিন ধরে বিশেষ পুজোর পাশাপাশি সব কটি বিগ্রহকে আলাদা আলাদাভাবে সন্ধ্যারতি করা হয়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাঁচ দিনের রাস উৎসবে মেতে উঠল বিষ্ণুপুর শহর। গতকাল থেকে শুরু হয়েছে সহস্রাব্দ প্রচীণ ঐতিহ্যবাহী এই রাস উৎসব । বিষ্ণুপুর রাজ পরিবার থেকে আসা সতেরো জোড়া বিগ্রহ সহ বিষ্ণুপুর এবং আশেপাশের মোট ছত্রিশ জোড়া রাধা কৃষ্ণের বিগ্রহকে বিশেষ সাজে সাজিয়ে রাধামদন গোপাল জিউয়ের মন্দিরে রেখে শুরু হয়েছে পুজো অর্চণা। পাঁচ দিন ধরে বিশেষ পুজোর পাশাপাশি সব কটি বিগ্রহকে আলাদা আলাদাভাবে সন্ধ্যারতি করা হয়।
ইতিহাসবিদদের মতে, বিষ্ণুপুরের মল্ল রাজারা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে একের পর এক মন্দির প্রতিষ্ঠা করতে শুরু করেন, যে কারণে বিষ্ণুপুরকে মন্দির নগরীও বলা হয়। আজও টেরাকোঠা এবং চুন শুরকি দিয়ে তৈরি মন্দির গুলি বিষ্ণুপুরের বুকে দাঁড়িয়ে আছে। যা দেখতে ভিড় জমান দেশ বিদেশের বহু পর্যটক। এই মন্দিরগুলির পাশাপাশি ১৬০০ খ্রিস্টাব্দে মল্ল রাজা বীরহাম্বী বিষ্ণুপুরে পিরামিড আকৃতি ১০৮ দুয়ারি একটি রাস মঞ্চ তৈরি করেন। একটা সময় ধুমধাম করে এই রাস মঞ্চে রাস উৎসব হলেও আজ শুধুমাত্র একটি স্মৃতি সৌধে রূপ নিয়েছে রাস মঞ্চ। শোনা যায় কোনও এক বছর রাস চলাকালীন ভয়ংকর বজ্রপাতে রাসমঞ্চের চূড়ার ক্ষতি হয়। তারপর থেকেই চিরতরে বন্ধ হয়ে যায় রাস মঞ্চের রাস উৎসব ।