পোপের মতাদৰ্শ মেনে পীড়িত চার্চের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে বিশপদের, মত তৃণমূল সাংসদের

আলোচনা সভার আহ্বায়ক, ফাদার সেড্রিক প্রকাশ জানান, “এই সভা নতুন প্রভাতের সূচনা করল। এবার থেকে দেশের প্রত্যেক রাজ্যের রাজধানীতে এমন ধরনের অনুষ্ঠান আয়োজিত হবে।”

January 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পোপের মতাদৰ্শ মেনে পীড়িত চার্চদের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে বিশপদের, এমনই মত তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা তথা সাংসদ ডেরেক ও’ব্রায়েনের। নিষ্ক্রয় চার্চদের জন্য নয়, যারা দুর্গত তাদের কথা তুলে ধরা উচিত বলেই মত সাংসদের। তিনি আরও বলেন, “পরম পিতার নির্দেশ, আদৰ্শ মেনে চলে নারী ও জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সংখ্যালঘু খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রতি আক্রমণ, বৈষম্য নিয়ে ২০২৫ সালে মোদীকে প্রশ্ন করতে হবে।”

গুজরাতের আহমেদাবাদে, ৯ জানুয়ারি সেন্ট জেভিয়ার্স কলেজে আলোচনা সভাটি আয়োজিত হয়েছিল। এই প্রথম ডেরেক, খ্রিস্ট সম্প্রদায়ের মানুষদের সঙ্গে এমনভাবে আলোচনা করলেন। প্রায় আড়াই ঘন্টার ‘স্পিক আপ’ সেশনে সভাপতিত্ব করেন আর্চবিশপ থমাস ম্যাকওয়ান। তিনি ডেরেকের বক্তব্যকে পূর্ণ সমর্থন করেন। পাশাপাশি তিনিও মনে করেন নিজেদের দাবিতে সওয়াল করার সয়ম আগত।

অনুষ্ঠানে বিশপ রেথনা স্বামী, আর্চবিশপ এমেরিটাস স্ট্যানিসলাস ফার্নান্ডেজ, সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের কনিষ্ঠ কন্যার সুপিরিয়র জেনারেল কালাক, গান্ধীনগর, রাজকোট এবং আহমেদাবাদ ডায়োসিসের ভিকার জেনারেল, প্রাক্তন প্রাদেশিক সদস্য এবং দু’শো জন সাধারণ সদস্য সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আহ্বায়ক, ফাদার সেড্রিক প্রকাশ জানান, “এই সভা নতুন প্রভাতের সূচনা করল। এবার থেকে দেশের প্রত্যেক রাজ্যের রাজধানীতে এমন ধরনের অনুষ্ঠান আয়োজিত হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen