ব্রাত্য মাষ্টারমশাই! সিঙ্গুরে বিজেপির ধর্নায় ডাক পেলেন না রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য

বিজেপির প্রথমদিনের ধরনা এককথায় ফ্লপ শো।

December 14, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সিঙ্গুরে (Singur) বিজেপির (BJP) ধরনা মঞ্চে ডাক পেলেন না বিধানসভায় (Assembly Election) পরাজিত বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য (Rabindranath Bhattacharya)। তাঁর মতে, এর পিছনে গোষ্ঠী কোন্দল থাকতে পারে। তিনি বলেন, ‘রাজ্য বা জেলার নেতৃত্ব, আমাকে আমন্ত্রণ করেননি।’

এমনিতেই বিধানসভায় হারের পর থেকে প্রায় কোণঠাসা সিঙ্গুর আন্দোলনের অন্যতম চরিত্র প্রবীণ মাষ্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। মঙ্গলবার ছন্নছাড়া ধরনা আন্দোলনে রাজ্য বিজেপির প্রায় সব নেতা একমঞ্চে হাজির হলেও সিঙ্গুরের কৃষকদের পাশে পায়নি দল। হাতে গোনা কয়েকজন নেতা আর তাঁদের অনুগামী ছাড়া বিজেপির প্রথমদিনের ধরনা এককথায় ফ্লপ শো। কলকাতা পুরভোটের আগে প্রচার ছেড়ে হঠাৎ সিঙ্গুরে কেন, তা স্পষ্ট করতে পারলেন না বিজেপির কোনও নেতাই। তার মধ্যে সিঙ্গুরের মাস্টারমশাই আমন্ত্রণ না পাওয়ায় বিজেপির অন্দরেই নানা প্রশ্ন উঠেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen