দুর্গাপুজোয় ব্যর্থ, কালীপুজোয় অমিত শাহকে আনতে মরিয়া বঙ্গ বিজেপি?

দুর্গাপুজোর আগেই শোনা গিয়েছিল, চলতি বছর বাংলায় দুর্গাপুজো উদ্বোধন করতে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

October 14, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

দুর্গাপুজোর আগেই শোনা গিয়েছিল, চলতি বছর বাংলায় দুর্গাপুজো উদ্বোধন করতে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও বাস্তবে তা হয়নি। হাজারও দাবি করা সত্ত্বেও, দুর্গাপুজোয় অমিত শাহকে বাংলায় আনতে পারেনি বঙ্গ বিজেপি। কেন অমিত শাহকে বাংলা আনা গেল না, তা নিয়ে রাজ্য বিজেপির অন্দরে কোন্দলের সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে, ব্যর্থতা সামাল দিতে কালীপুজো এবং দীপাবলিতে অমিত শাহকে আনার চেষ্টা করছে বঙ্গ বিজেপি। ইতিমধ্যেই বঙ্গ বিজেপি সেই চেষ্টা আরম্ভ করে দিয়েছি।

অন্যদিকে, কেন্দ্রীয় বিজেপির অন্দরে খবর কালীপুজোর সময় অমিত শাহের বাংলায় আসার কোনও সম্ভাবনা প্রায় নেই, বললেই চলে। যদিও শোনা যাচ্ছে, নাড্ডা কালীপুজোর পরে কলকাতায় আসতে পারে। যদিও সাংগঠনিক কারণেই সেই সফর। তার সঙ্গে কালীপুজো বা দীপাবলির কোনও সম্পর্ক নেই।

বিজেপির অন্দরে খবর, আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনের উপলক্ষ্যে নাড্ডা বঙ্গ বিজেপির নেতাদের জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই কারণে বঙ্গ বিজেপির নেতারা শারদোৎসবকে বেছে নিয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় নেতারা না থাকায়, বঙ্গ বিজেপির মরা গাঙে জোয়ার আসেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen