বিহারের ভোটে বিজেপি প্রার্থী মৈথিলী, সোস্যাল মিডিয়া Influencer-দের নির্বাচনী ময়দানে নামাচ্ছেন মোদী?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৩: বিহার বিধানসভা নির্বাচনের আগে নতুন জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৈথিলী ঠাকুরকে ঘিরে বিজেপি শিবিরে যেন নতুন আলোচনা শুরু হয়েছে। রবিবার তিনি বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নেতা বিনোদ তাওড়ে ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের সঙ্গে দেখা করেন। সেই বৈঠকের পর থেকেই শুরু হয়েছে কানাঘুষো তবে কি মৈথিলী ঠাকুর এবার নির্বাচনের ময়দানে নামছেন?
বিনোদ তাওড়ে নিজের এক্স ( টুইটার) অ্যাকাউন্টে বৈঠকের ছবি শেয়ার করেন এবং লেখেন, “যে পরিবারটি ১৯৯৫ সালে লালু রাজের সময় বিহার ছেড়েছিল, সেই পরিবারের কন্যা, বিখ্যাত গায়িকা মৈথিলী ঠাকুর এখন আবার বদলে যাওয়া বিহারে ফিরতে চান। আজ আমি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়জী তাঁকে অনুরোধ করেছি যেন বিহারের উন্নয়নে তাঁর অবদান রাখেন।” এই পোস্ট ঘিরেই তীব্র জল্পনা শুরু হয়েছে।
এক প্রতিবেদন অনুযায়ী, বিজেপি হয়তো দারভাঙ্গার আলিনগর আসন থেকে তাঁকে প্রার্থী করতে পারে। তবে এই নিয়ে নিজে মৈথিলী ঠাকুর বলেছেন, “আমিও এসব খবর টিভিতে দেখছি। আমি সম্প্রতি বিহারে গিয়েছিলাম এবং নিত্যানন্দ রায়জি ও বিনোদ তাওড়েজির সঙ্গে বিহারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি। আমার নিজের গ্রাম থেকে লড়াই করতে পারলে ভালো লাগবে, কারণ ওখানকার মানুষের সঙ্গে আমার গভীর সম্পর্ক।”
বিনোদ তাওড়ের পোস্টটি রিশেয়ার করে মৈথিলী লিখেছেন, “যাঁরা বিহারের জন্য বড় স্বপ্ন দেখেন, তাঁদের সঙ্গে প্রতিটি আলোচনাই আমাকে অনুপ্রাণিত করে। হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ।”
উল্লেখযোগ্যভাবে, কয়েক মাস আগে নির্বাচন কমিশন মৈথিলী ঠাকুরকে ‘বিহার স্টেট আইকন’ হিসেবে মনোনীত করেছিল। এর পর থেকে রাজ্যের সংস্কৃতি ও ভোট সচেতনতা অভিযানে তাঁর সক্রিয় ভূমিকা দেখা গিয়েছে।
এখন দেখার বিষয়, লোকসংগীতের জনপ্রিয় এই কণ্ঠ আসন্ন বিহার নির্বাচনে রাজনীতির মঞ্চে নতুন সুর তোলেন কি না। তবে এটা স্পষ্ট মৈথিলী ঠাকুরের জনপ্রিয়তা ও তাঁর সামাজিক প্রভাব বিহারের রাজনীতিতে নিঃসন্দেহে এক নতুন মাত্রা আনতে পারে।