বিমান বসুর পর এবার গুরু অজিত পাঁজার দরবারে BJP প্রার্থী ‘দলবদলু’ তাপস রায়

ভোট এলেই বঙ্গে নেতাদের দলবদলের পালা শুরু হয়, কবে, কোন নেতা, কোন দলে পাল্টি মারবেন তা ঠাহর করা যায় না!

April 25, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
বিমান বসুর পর এবার গুরু অজিত পাঁজার দরবারে BJP প্রার্থী ‘দলবদলু’ তাপস রায়

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাজনীতিতে দলবদলুর সংখ্যা ক্রমেই বাড়ছে। ভোট এলেই বঙ্গে নেতাদের দলবদলের পালা শুরু হয়, কবে, কোন নেতা, কোন দলে পাল্টি মারবেন তা ঠাহর করা যায় না! এবারেও লোকসভা নির্বাচনের আগে বহু নেতা দল বদলেছেন।


এমনই এক দলবদলু নেতা, কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের গুরু প্রেম জেগে উঠল। বুধবার সকাল সকাল প্রয়াত অজিত পাঁজার বাড়িতে হাজির হলেন ‘দলবদলু’ তাপস রায়। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাঁজার বাড়িতে হঠাৎই হানা দিয়ে, প্রয়াত রাজনীতিক অজিত পাঁজার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তৃণমূলত্যাগী তাপস রায়। এর আগে সোমবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করতে আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্‌ফর আহমেদ ভবনে পৌঁছে গিয়েছিলেন তাপস রায়। বিমান বসুর পায়ে হাত দিয়ে প্রণামও করেছিলেন। বুধবার সকালে শশী পাঁজা, নিজের বাড়ির অফিসে শ্যামপুকুর বিধানসভা এলাকার বিষয়ে বৈঠক করছিলেন, তখনই বিজেপি প্রার্থী তাপস রায় হঠাৎ হাজির হন তাঁর বাড়িতে।

সৌজন্য দেখিয়ে, বিজেপি প্রার্থীকে স্বাগত জানান শশী। বেশিক্ষণ থাকেননি তাপস রায়, তাঁর সঙ্গে কথাও হয়নি রাজ্যের মন্ত্রীর। অজিতের ছবিতে মালা দিয়ে নমস্কার করে বেরিয়ে যান তাপসের। শশী পাঁজা বলেন, অজিত পাঁজা তাঁর গুরু ছিলেন। তাই তাঁকে শ্রদ্ধা জানিয়ে চলে যান। অন্যদিকে, বিজেপি প্রার্থী তাপস বলেন, তাঁর সৌভাগ্য হয়েছিল অজিত পাঁজার সান্নিধ্য পাওয়ার। অজিতের স্ত্রীর অনেক স্নেহ-আদর পেয়েছেন। বাড়ির সকলের সঙ্গে তাঁর ভাল সম্পর্ক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen