কোন কোন হেরো মন্ত্রীদের রাজ্যসভায় পুনর্বাসন দিতে পারেন মোদী?
রাজ্যসভায় অসম থেকে নির্বাচিত সর্বানন্দ সোনওয়াল, বিহার থেকে বিবেক ঠাকুর, মধ্যপ্রদেশ থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও মহারাষ্ট্র থেকে পীযূষ গোয়েল এবার লোকসভা ভোটে জিতেছেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনে দ্বিতীয় মোদী সরকারের একঝাঁক মন্ত্রীকে পরাজয়ের মুখ হয়েছে। শোনা যাচ্ছে, হেরো মন্ত্রীদের মধ্যে তিনজনকে রাজ্যসভার পাঠানোর কথা ভাবছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেই তিন জন হলেন স্মৃতি ইরানি, অর্জুন মুন্ডা এবং আর কে সিং।
লোকসভা ভোটে বেশ কয়েকজন রাজ্যসভার সদস্যকে টিকিট দিয়েছিল বিজেপি। তাঁদের অনেকেই জয় হওয়ায় রাজ্যসভার আসন ফাঁকা হয়েছে। উচ্চকক্ষের সেও ফাঁকা আসনগুলি পূরণের সময় হেরে যাওয়া তিন মন্ত্রীকে প্রার্থী করা হতে পারে বলে খবর। রাজ্যসভায় অসম থেকে নির্বাচিত সর্বানন্দ সোনওয়াল, বিহার থেকে বিবেক ঠাকুর, মধ্যপ্রদেশ থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও মহারাষ্ট্র থেকে পীযূষ গোয়েল এবার লোকসভা ভোটে জিতেছেন। রাজ্যসভার শূন্য আসনগুলিতে স্মৃতি ইরানি, আর কে সিং ও অর্জুন মুন্ডাদের পুনর্বাস দেওয়া পরিল্পনা রয়েছে বিজেপির।