হাইকোর্টে ধাক্কা খেল BJP, নবান্নের সামনে নয়, শর্তসাপেক্ষে মন্দিরতলায় ধরনার নির্দেশ

January 15, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৫: রাজ্যের শর্তকেই অগ্রাধিকার দিল হাই কোর্ট (Calcutta High Court)। নবান্নের সামনে বিজেপির ধরনা ও মিছিলের অনুমতি দিল না আদালত। নবান্ন উচ্চ নিরাপত্তা জোন। পুলিশের এই যুক্তি মেনে নিয়ে বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছেন, নবান্নের মূল ফটকের সামনে নয়, বরং দেড় কিলোমিটার দূরে মন্দিরতলা বাসস্ট্যান্ডে কর্মসূচি পালন করতে হবে। তবে আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছে বিজেপি (BJP)।

আগামী ১৬ জানুয়ারি নবান্নের সামনে ধরনায় বসার আবেদন জানিয়েছিল বিজেপি। বৃহস্পতিবার আদালত জানায়, মন্দিরতলায় সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই কর্মসূচি করা যাবে। তবে এর জন্য একাধিক কড়া শর্ত দিয়েছে আদালত। শর্ত অনুযায়ী, ধরনায় ৫০ জনের বেশি বিধায়ক উপস্থিত থাকতে পারবেন না। ব্যবহার করা যাবে না কোনো মাইক্রোফোন বা লাউডস্পিকার। যান চলাচল বা সাধারণ মানুষের যাতায়াতে বাধা সৃষ্টি করা যাবে না। কোনও উসকানিমূলক মন্তব্য করা যাবে না। এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষায় ১০ জন স্বেচ্ছাসেবকের নাম পুলিশকে আগাম জানাতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen