বাংলাকে ‘বাংলাদেশী’ ভাষা বলে এখন ‘বন্দে মাতরম’ উদযাপন করবে বিজেপি সরকার

October 3, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৮:  কেন্দ্রীয় মন্ত্রিসভা সারা দেশজুড়ে জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। গত ১ তারিখে এই সিদ্ধান্ত গৃহীত হয়। জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় মন্ত্রীসভা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chattopadhyay) রচিত এই গানটিকে জাতীয় গানের মর্যাদা দিয়েছিল।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানিয়েছেন, স্বাধীনতা সংগ্রামে এই গানের ঐতিহাসিক ভূমিকা বিবেচনা করে এর সার্ধশতবর্ষ উপলক্ষে দেশব্যাপী বিশেষ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন দিল্লি পুলিশ ও বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাবল্যর (Amit Malviya) মত গেরুয়া শিবিরের নেতারা বাংলা ভাষাকে ‘বাংলাদেশী ভাষা’ বলে উল্লেখ করেছিলেন। তবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) তৎক্ষণাৎ তাদের স্মরণ করিয়ে দেয় যে ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ এবং জাতীয় গান ‘বন্দে মাতরম’ উভয়ই বাংলায় রচিত এবং এর রচয়িতারা ছিলেন বাঙালি। তীব্র প্রতিবাদ শুরু হয় বাংলা তথা সারা দেশে, যার জেরে নিজেদের বাঙালি-বিরোধী অবস্থান থেকে সরে দাঁড়াতে বাধ্য হয় বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen