হাঁসখালিকাণ্ডে তদন্ত কমিটি বিজেপির, নাম বিভ্রাট শ্রীরূপার

হাঁসখালিকাণ্ডে তদন্ত কমিটি গঠন করল বিজেপি

April 13, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

হাঁসখালিকাণ্ডে তদন্ত কমিটি গঠন করল বিজেপি। তথ্য অনুসন্ধানে এই কমিটি তৈরি করেছে তারা। পাঁচ সদস্যের এই কমিটিতে রয়েছেন এক সাংসদ রয়েছেন,রয়েছেন উত্তর প্রদেশের এক মন্ত্রী। এছাড়াও রয়েছেন তামিলনাড়ুর বিজেপি বিধায়ক এবং মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব।

হাঁসখালির ঘটনা নিয়ে রাজনীতি করতে ময়দানে নেমে পড়েছে বিজেপি। বুধবার বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এই টিম গঠন করে দিয়েছেন। এই কমিটিতে থাকছেন উত্তর প্রদেশের সাংসদ রেখা বর্মা। উত্তর প্রদেশের বিধায়ক বেবি রানি মৌর্জ। এছাড়াও থাকছেন বনথি শ্রিনিবাসন, খুশবু সুন্দর এবং রুপমিত্রা চৌধুরী।

এই শেষের নামটি নিয়েই মুখ পুড়ল বিজেপির। প্রেম বিবৃতিতে বলা হয়েছে রুপমিত্রা চৌধুরী পশ্চিমবঙ্গে বিজেপির বিধায়ক। কিন্তু এই নামে বিজেপির কোনও বিধায়ক নেই। অবশ্য, মালদায় বিজেপির এক মহিলা বিধায়ক আছেন। শ্রীরূপা মিত্র চৌধুরী। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি শ্রীরূপার নামই ভুল লিখেছে বিজেপি?

প্রেস বিবৃতি প্রকাশ্যে আসতেই কটাক্ষের বন্যায় ছেয়ে গেছে নেটমহল। নিজেদের বিধায়কের নাম জানে না বিজেপি, প্রশ্ন সকলের। কেউ কেউ আবার বলছেন, বাঙালি বলেই কি শ্রীরূপা দেবীর নাম বিভ্রাট গেরুয়া দলের? স্বভাবতই, এই ভুলের কারণে মুখ পুড়ল বঙ্গ বিজেপির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen